Results for সাহিত্য

সেট পরীক্ষার প্রশ্নোত্তর 2022_Paper -II( Bengali) 2022_ সেট পরীক্ষার প্রশ্নোত্তর 2022 PDF Download_ SET Question Paper 2022_ SET Question and Answer 2022 PDF Download_10 Years SET Questiom Paper

January 31, 2022

 
                                 সেট পরীক্ষার প্রশ্নোত্তর 2022

                                    Paper -II( Bengali) 2022

                                             (হলুদ কালিতে হাইলাইট করা অপশন গুলি প্রশ্নের উত্তর)

                      

 

1. 'তিসি' শব্দের উৎস লিখুন l
    A) অতসী
    B) অতিসি   
    C) অতসী
    D) উপরের কোনোটিই নয়
 

2. 'পাদোদক' থেকে 'পাদক' কীসের উদাহরণ ?
   A) সমীভবন
   B) স্বরসঙ্গতি
   C) সমাক্ষর লোপ
   D) উপরের কোনোটিই নয়

 

3. উচ্ছারণে অ-কারের 'ও' কার প্রবণতা বাংলার যে উপভাষার লক্ষণ
    A) বরেন্দ্রি
    B) রাঢ়ী
    C) কামরূপী
    D) বঙ্গালী  
 

4. 'উচ্ছ্বাস' শব্দটি  ধ্বনি পরিবর্তনের যে  ধারার অন্তর্গত
    A) আংশিক সমীভবন
    B) পরাগত সমীভবন
    C) প্রগত সমীভবন
    D) অন্যোন্য সমীভবন
 

5.'জন্মান্তর' শব্দটি  যে সমাসের উদাহরণ
   A) দ্বিগু
   B) দ্বন্দ্ব
   C) নিত্য
   D) বহুব্রীহি

 
6."কাহেরি ঘিনি মেলি অচ্ছল কীস"  চর্যাগীতির এই পদটির  রচয়িতা
   A) কাহ্নু পা
   B) ভুসুকু পা
   C) লুই পা
   D) কুক্কুরী  পা
 

7."ভবনির্ব্বানে পড়হ মাদলা"
  'পড়হ' শব্দের অর্থ  হল
   A) পড়ো
   B) পট
   C) পটহ
   D) বাজনা
 

8."দেখিলোঁ প্রথম নিশী সপন সুন তোঁ বসী"- প্রথম রাত্রে রাধা স্বপ্নে দেখেছিলেন
   A) কৃষ্ণ আড়বাঁশি বাছছেন
   B) কৃষ্ণ আলিঙ্গন প্রার্থনা করছেন
   C) কৃষ্ণ মিলনে কাতর হয়েছেন
   D) কৃষ্ণ অধর চুম্বন করছেন
 

9."যে দেব স্মরণে পাপ বিমোচনে দেখিলোঁ হএ মুকতী"
  শ্রীকৃষ্ণকীর্তন কাব্যে এটি যার উক্তি
   A) রাধা
   B) কৃষ্ণ
   C) বড়ায়ি
   D) আইহন
 

10.মালাধর  বসু যে কারণে ভাগবত অনুবাদ করেছিলেন
    A) পিতার আদেশে
    B) গৌড়েশ্বরের নির্দেশে
    C)  লোক নিস্তার করতে
    D) পুণ্য অর্জনের জন্য
 

11.বিজয় গুপ্তের  মনসামঙ্গল কাব্যের নাম
    A) পদ্মপুরাণ
    B) পদ্মাপুরাণ
    C) মনসা বিজয়
    D) মনসা ভাসান
 

12. বিজয় গুপ্তের মনসামঙ্গল কাব্য রচনাকালে বাংলার শাসক ছিলেন
     A) রুকনুদ্দিন বরবক শাহ
     B) গণেশ
     C) হোসেন শাহ
     D) কংস নারায়ণ
 

13."কাঁচলি পাইলে এখন বেহুলা ঘরে যায়"-
 বিজয় গুপ্তের মনসামঙ্গলে বেহুলার কাঁচলি যিনি নির্মাণ করেন
    A) পদ্মাবতী
    B) বিশ্বকর্মা
    C) গঙ্গাদেবী
    D)  নেত
 

14. মুকুন্দ চক্রবর্তীর 'চন্ডীমঙ্গল'-এ ধনপতি ও খুল্লনার বিবাহের ঘকট ছিলেন
    A) জনার্দন
    B) মথুরেশ
    C) দনাই
    D) জয় দত্ত
 

15. ধনপতি বাণিজ্যের পরিকল্পনায় নারিকেলের বদলে যা পাবে আশা করেছিল
    A) লবঙ্গ
    B) শঙ্খ
    C) মাতঙ্গ
    D) গুয়া
 

16.'অন্নদামঙ্গল' কাব্যে বিষ্ণু হোড়ের গ্রামের নাম
    A) বড়গাছি
    B) বর্ধমান
    C) কদম্বগাছি
    D) কৃষ্ণনগর
 

17.'শ্রীচৈতন্যভাগবত'-এ ঈশ্বর পুরীর জন্মস্থান হল
   A) শ্রীহট্ট
   B) তেহট্ট
   C) কুমারহট্ট
   D) গয়াধাম
 

18.'শ্রীশ্রীচৈতন্যচরিতামৃত'-এ মধ্যলীলার যে পরিচ্ছেদে চৈতন্যদেব রূপ-সনাতনের নামকরণ করেছিলেন
     A) প্রথম
     B) পঞ্চম
     C) অষ্টম
     D) নবম
 

19. রায় রামানন্দ যে প্রেমকে 'সর্বসাধ্যসার' বলেছিলেন
     A) দাস্য
     B) সখ্য
     C) বাৎসল্য
     D) কান্তা
 

20. "চাহ মুখ তুলি রাই চাহ মুখ তুলি l
      নয়ান নাচনে নাচে হিয়ার পুতলি ll"
পদটির রচয়িতা হলেন
    A) চন্ডিদাস
    B) রায়শেখর
    C) বসু রামানন্দ
    D) জ্ঞানদাস 

21. পূর্বরাগ পর্যায়ে সর্বমোট 'দশা'-র সংখ্যা হল
     A) পাঁচ
     B) সাত
     C) নয়
     D) দশ
 

22. "ভালেতে অলকা দিল নাকেতে বেশর l
      বিদ্যুৎ বরণী বামা রূপের আকর ll "
কৃত্তিবাসের রামায়ণে এই বর্ণনা যে নারী সম্পর্কে
    A) সীতা
    B) কৈকেয়ী
    C) ইন্দুমতী
    D) সরমা
 

23. "মর্তলোকে যদি বহে প্রবাহ গঙ্গার l
       তবে  সে তোমার বংশ হইবে উদ্ধার ll"
 কপিল মুনি যাকে  একথা  বলেছিলেন
   A) সাগর রাজা
   B) ভগীরথ
   C) অংশুমান
   D) রুহিদাস
 

24. দ্রোণের শিক্ষাদানে যুধিষ্ঠির যে বিদ্যা শ্রেষ্ঠ হয়েছিলন
     A) অসিযুদ্ধ
     B) রথচালনা
     C) গুপ্ত অস্ত্রের প্রয়োগ
     D) মল্লযুদ্ধ
 

25."...ভাল ভাল বস্ত্র বীর বাছিয়া লইল''
 কে বস্ত্র বেছে নিল   ?
   A) দুঃশাসন  
   B) কীচক
   C) কর্ণ
   D) উত্তর
 

26."তোমার বিশিখঘাত    গরল সন্ধান তাত
                 যেন বিষ বেড়ায় শরীর ll" 
---এমন অবস্থা কার হয়েছে ?
   A) লোর
   B) বামন
   C) স্বর্ণষ্ঠীব
   D) মিত্রকন্ঠ
 

27. "সুন্দরি তব চিত্ত নিষ্ঠুর পাসান l
       কুলিশ না ভেদে কিএ পঞ্চশর বাণ ll"
     কার প্রতি কার উক্তি
    A)চন্দ্রানীর প্রতি বুদ্ধিশিখার
    B) চন্দ্রানীর প্রতি লোরের
    C) ময়নাবতীর প্রতি মালিনীর
    D) ময়নার ছাতনকুমারের
 

28."ওহে হয় গঙ্গাধর, কর অঙ্গীকার, যাই আমি জনক-ভবনে l "
পদটির রচয়িতা
    A) রামপ্রসাদ
    B) দাশরথি রায়
    C) রাজা রামকৃষ্ণ
    D) কমলাকান্ত ভট্টচার্য
 

29. রামপ্রসাদের এই পদে বৈষ্ণব ও শাক্ত ভাবনার একীকরণ দেখা যায় :
     A) হৃদয়-রাস-মন্দিরে দাঁড়া মা ত্রিভঙ্গ হয়ে
     B) যশোদা নাচাতো গো মা বলে নীলমণি
     C) (আমার) মা নয় সামান্য মেয়ে
     D) জান না রে মন, পরম কারণ, কালী কেবল মেয়ে নয়
 

30. "আসমানে তারার মধ্যে পূর্ণ মাসীর চান ll"
 যার সম্পর্কে বলা হয়েছে--
    A) নদের চাঁদ
    B) মহুয়া
    C) সুজন বেদে
    D) পালং সই
 

31. কেনারামের বাবার নাম
    A) বলরাম
    B) রামরাম
    C) খেলারাম
    D) বেচারাম
 

32. মেঘনাদধাত্রী কে ছিলেন  ?
    A) বারুনী
    B) প্রভাষা
    C) মুরলা
    D) সুরমা
 

33. "অদেয় জগতে মন্দোদরীর নন্দন, দেবেন্দ্র l"-- কে বলেছে ?
     A) রমা
     B) ইন্দ্রা
     C) সীতা
     D) উমা
 

34. 'সাধের আসন' কাব্যের অষ্টম স্বর্গে কিন্নর গীতিতে যে রাগের উল্লেখ আছে
    A) ললিত
    B) ভৈরবী
    C) কালাংড়া
    D) বিভাস
 

35. "সে কেন জলের মতো ঘুরে ঘুরে একা কথা কয়,"- যে কবিতার পঙক্তি
    A) চেতন স্যাকরা
    B) সর্বহারা
    C) বোধ
    D) শিকার
 

36."বৃষ্টির আগে ঝড়, বৃষ্টির পর বন্যা" যে কবিতার পঙক্তি
     A) মেঘদূত  
     B) মহুয়ার দেশ
     C) বোধ
     D) ঘোড়সওযার
 

37." অনাত্মীয় নব্য প্রতিভাস-
      তবু জেনো আমরাই চেনা"- যে কবির রচনা 
    A) সময় সেন
    B) বিষ্ণু দে
    C) সুভাষ মুখোপাধ্যায়
    D) কাজী নজরুল ইসলাম

38. সুধীন্দ্রনাথ দত্তের 'যযাতি' কবিতায় যে ফরাসি কবির উল্লেখ রয়েছে
     A) বোদলেয়ার
     B) মালার্মে
     C) র্র্যাবো
     D) এলুয়ার
 

39."মোর ডাইনে শিশু সদ্যোজাত জরায় মোর বামপাশে l"
   প্রাসঙ্গিক কবিতার নাম
     A) বিদ্রোহী
     B) সর্বহারা
     C) পূজারিণী
     D) আজ সৃষ্টি সুখের উল্লাসে
 

40."অনন্ত কুয়ার জলে চাঁদ পরে আছে," - কবিতায় কবি নবান্নের দিন যে গাছের চারা নিয়ে যেতে চেয়েছেন
     A) শেফালি
     B) কদম
     C) সূর্যমুখী
     D) গন্ধরাজ
 

41. "এঁরা বর্ণচোরা আঁব, এদের চেনা ভার, না পারেন হেন কর্মই নাই" 'হুতোম প্যাঁচার নকশা' গ্রন্থে মন্তব্যটি করা হয়েছে যাদের সম্পর্কে
    A) চৌকিদার
    B) আরদালি
    C) দালাল
    D) ছুতোর
 

4২. 'বিষবৃক্ষ' উপন্যাসে যে পরিচ্ছেদে নগেন্দ্র-কুন্দনন্দিনীর বিবাহ সম্পন্ন হয়েছিল
     A) ষোলো
     B) চব্বিশ
     C) ছাব্বিশ
     D) আঠাশ
 

43. "বুড়ি বলিল, 'হ্যাঁ, তুমি আমাদের মা ঠাকুরানী'...l"-
  মা 'ঠাকুরানী' কে ?
     A) কুন্দ
     B) সূর্যমুখী
     C) কলমমনি
     D) হীরা
 

44. শ্রীকান্তের মেজদা এন্ট্রান্স ফেল করেছে যতবার
    A) একবার
    B) দুইবার
    C) তিনবার
    D) চারবার
 

45."....'ঠাকুরদাকে পুলিশে দেওয়া উচিত'
   সর্বনাশ ! শশী এ সব বলে কি ?"
'ঠাকুরদা' কে ?
    A) যাদব
    B) নিতাই
    C) যামিনী কবিরাজ
    D) মতির বাবা
 

46."এই সময় নবাগত জ্ঞাতিপুত্র নীরেন আসিয়া পড়াতে কথাবার্তা বন্ধ হইল l"-কারা  কথা বলছিল ?
      A) তমরেজের বৌ ও দীনু  ভটচায্যি
      B) তমরেজ ও নীরেন
      C) তমরেজ ও অন্নদা
      D) তমরেজ ও গোকুল
 

47. বিজয়নগর রাজ্যের প্রতিষ্টা করেছিল সঙ্গম বংশীয় যে দুই ভাই
     A) রবি ও শশী
     B) রামচন্দ্র ও দেবচন্দ্র
     C) হরিহর ও বুক্ক
     D) ভানুদেব ও চন্দ্রদেব
 

48. তিতাস নদী থেকে  বিজয় নদীর দূরত্ব হল
     A) বারো  মাইল
     B) তেরো মাইল
     C) চোদ্দো মাইল
     D) পনেরো মাইল
 

49. 'প্রথম প্রতিশ্রুতি' উপন্যাসে শঙ্করীর মেয়ের নাম ছিল
     A) সুরমা
     B) সুহাস
     C) সুনীতি
     D) সরমা
 

50. রেঙ্গুনে থাকবার সময়ে যে জায়গার কোনো স্মৃতিই ভুবনবাবুর প্রায় ছিল না
     A) দণ্ডকারণ্য
     B) বজ্র্রযোগিনী
     C) হলুদমোহন
     D) কোটালিপাড়া

 

51."মাথার উপর দিয়ে এক ঝাঁক হলুদ পাখি উড়ে গেল l" কোন পাখি উড়ে গেলো ?
    A) বসন্ত বউরি
    B) বারবেট
    C) বানটিং
    D) মিনিভেট
 

52. 'ঢোঁড়াইচরিত মানস'-এ দ্বিতীয় চরণে প্রথম কাণ্ডের নাম
      A) সাজিয়া কান্ড
      B) রামিয়া কান্ড
      C) বাল কান্ড
      D) লঙ্কা কান্ড
 

53. "...হঠাৎ ট্রেন? জাবি কোথায় ?' প্রশ্ন করে বাসুদেব l" যাকে প্রশ্ন করা হয় :
      A) অর্জুন
      B) যতীন
      C) যতীশ
      D) নলিন
 

54. 'বিমল করের  ইঁদুর' গল্পটি যে পত্রিকায় প্রথম প্রকাশিত হয়েছিল :
      A) দেশ
      B) সোপান
      C) উত্তরসূরী
      D) চতুরঙ্গ
 

55. "মিসেস টোডি, আপনার ছোট মেয়েকে দুরস্ত করা আমার সাধ্য নয় l"- কে বলেছে ?
     A) জোছনা
     B) ছলনা
     C) গীতা
     D) বন্দনা
 

56."নায়ক নায়িকার দ্বিতীয় মিলন এমনি করিয়াই হইল l" -নায়ক নায়িকার নাম হল
     A) অভয় ও বাতাসী
     B) অঘোর ও রজনী
     C) অজয় ও বাতাসী
     D) অজয় ও সরমা
 

57."কম বয়সে তার আস্থা নেই l বিশ্বাস নেই যৌবনকে l"-এটি যার ভাবনা--
    A) মাজুখাতুন
    B) মোতালেফ
    C) ফুলজান
    D) নাদির শেখ
 

58."বড়োবাবু সীতানাথের জেষ্ঠ্য পুত্র"--তার নাম
    A) শ্র্রীকান্ত
    B) শ্রীনিবাস
    C) শ্রীধর
    D) শ্রীপতি
 

59."ওটা যে ফাসটোকেলাস গো" - 'শ্রীপতি সামন্ত' গল্পে এই উক্তিটি যার
     A) শ্রীপতি সামন্ত
     B) কালীকিঙ্কর
     C) শ্যামাপদ
     D) স্টেশনের ছোটবাবু
 

60. "...'কে তুমি ?'
       ;তোমার সহোদর চিনতে পারছ না ?..."
যাদের  মধ্যে কথোপকথন হয়েছে :
    A) জনা ও অগ্নি
    B) জনা  ও উলুক
    C) উলুক ও স্বাহা
    D) স্বাহা ও  অগ্নি

61. "ওলো তোর নিত্যি নতুন ঢং
       বালাই বালাই, ছাই মুখে তোর একই আবার  রংl"
এই কথা যাকে বলা হয়েছে -
    A) মদনমঞ্জরী বসন্ত- কে
    B) বিষুদক অগ্নি কে
    C) প্রবীর মদনমঞ্জরী-কে
    D) জনা মদনমঞ্জরী-কে
 

62. "দোহাই সাহেবের, আমি চুরি করিনি, আমাকে ছেড়ে দেও--
       দোহাই ধর্ম্ম-অবতার, আমি ও টাকা চাইনে"
'একেই কি বলে সভ্যতা ?' -য় কার সংলাপ ?
    A) নববাবু
    B) কালীবাবু
    C) বাবাজী
    D) মাতাল
 

63. "কেন দেখব ? বেল পাকলে কাকের  কি ?"
'টিনের তলোয়ার নাটকে যাঁর উক্তি -
    A) মেথর
    B) বেণীমাধব
    C) ময়না
    D) প্রিয়নাথ
 

64. "আমি শাস্ত্র মানি না : আমার ধর্মের নাম .... "
    কর্ণ তাঁর ধর্মের নাম যা বলেছিলেন--
     A) দানব্রত
     B) মনুষ্যত্ব
     C) পৌরুষ
     D) কৃতজ্ঞতা
 

65. 'সাহাজান' নাটকটি যাঁকে  উৎসর্গ করা হয়েছে
      A) রামমোহন রায়
      B) বেথুন সাহেব
      C) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
      D) বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
 

66. 'সাহাজান' নাটকের শেষ  সংলাপটি যাঁর -
      A) সাজাহান
      B) জাহানারা
      C) ঔরঙ্গজীব
      D) জহরৎ উন্নিসা
 

67."দুই চকের মাথা খাই মা, আমি কিছুই শুনি নি !
    ধ'রে নিয়ে গেছে ? সে কি ?"
 --উক্তিটি কার ?
     A) কৃষ্ণমনি
     B) রাধামনি
     C) নূরন্নেহার
     D) আমিরণ
 

68."মুরজবীনাসঙ্গিনী স্ত্রী কণ্ঠগীতি "--বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় কার গান প্রসঙ্গে একথা বলেছেন ?
      A) বিদ্যাপতি
      B) জয়দেব
      C) গোবিন্দদাস
      D) চন্ডিদাস
 

69. 'বড়বাজার' -এ কমলাকান্ত 'বাঙ্গালা সাহিত্য -র দোকানে কী  বিক্রি হতে দেখলেন
      A) অমৃত ফল
      B) অপক্ক কদলী
      C) আনারস
      D) পীচ ফল
 

70. "তাঁর রচনায় সামাজিক রাজনৈতিক বিদ্রোহ আছে, কিন্তু সাহিত্যিক বিদ্রোহ নেই l" - কার সম্পর্কে বুদ্ধদেব বসুর এই মন্তব্য ?
      A) বিষ্ণু দে
      B) নজরুল ইসলাম
      C) সতেন্দ্র্যনাথ দত্ত
      D) সুভাষ মুখোপাধ্যায়
 

71.'প্রবাসী' সম্পাদনায় সহযোগিতা করেছিলেন যিনি
      A) চারুচন্দ্র বন্দ্যোপাধ্যায়
      B) হেমেন্দ্রকুমার রায়
      C) হেমেন্দ্রপ্রসাদ  ঘোষ
      D) সুরেশচন্দ্র সমাজপতি
 

72. রাসসুন্দরী দেবীর শ্বশুরবাড়ি যেখানে ছিল
      A) রামদিয়া
      B) গাওদিয়া
      C) পোতাজিয়া   
      D) রামজিয়া
 

73."ললিত বাবু পন্ডিতি বাংলার উপর বিশেষ নারাজ l" -যে প্রবন্ধ থেকে উল্লেখেতি তাঁর রচয়িতার নাম
      A) প্রথম চৌধুরী
      B) অন্নদাশঙ্কর রায়
      C) বুদ্ধদেব
      D) স্বামী বিবেকানন্দ
 

74. "বোদলেয়ারের বিরুদ্ধে আমার সবচেয়ে বড়ো নালিশ এই যে তিনি প্রতিভাবান কবি অথচ তাঁর আশ্চর্য প্রতিভা ক্ষয় করেছেন নিজের এবং আমাদের সকলের সর্বনাশ ঘটাতে l"--
কে এই মন্তব্য করেছেন  ?
      A) বুদ্ধদেব বসু
      B) বিষ্ণু দে
      C) আবু সয়ীদ আইয়ুব
      D) রবীন্দ্রনাথ ঠাকুর
 

75.'বইপড়া' প্রবন্ধে লেখক সাহিত্যচর্চার জন্য যার প্রয়োজনের কথা বলেছেন
    A) বৈঠকখানা
    B) জাদুঘর
    C) লাইব্রেরি
    D) আড্ডা
 

76."আমরা শিখি ইংরেজি, লিখি বাংলা , মধ্যে থাকে সংকৃতের ব্যবধান " - কোন প্রত্রিকার মুখপাত্রে এই মন্তব্য করা হয়েছে ?
    A) বঙ্গদর্শন
    B) প্রবাসী
    C) সবুজপত্র
    D) কল্লোল
 

77." তবে তাই লোহা সাথে, তবে তাই করো আজি দান"-- উদ্ধৃতাংশটি কোন  কবিতায় আছে ?
    A) সাধনা
    B) অন্তর্যামী
    C) আবার ফিরাও মোরে
    D) জীবনদেবতা
 

78."বয়স যখন অল্প ছিল
  কর্তব্যের বেড়ায় ফাঁক ছিল যেখানে সেখানে l"-
 --কোন কাব্য গ্রন্থের কবিতা ?
    A) চিত্রা
    B) পুনশ্চ
    C) নবজাতক
    D) উপরের কোনোটিই নয় 

79."নীলশৈলের গায়ে ...
দেখি লুকোচুরি খেলে মেঘ আর রোদ্দূর "
'নবজাতক' কাব্যগ্রন্থের এই কবিতায় যে স্থানের পাহাড়ের কথা বলা হয়েছে
    A) ডালহৈসি
    B) দার্জিলিং
    C) মোরাবাদি 
    D) মংপু
 

80."ওর ঐ  লম্বা গড়নটি আমাকে মুগ্ধ করে; যেন প্রাণের ফোয়ারার ধারা" -- যার ভাবনা
    A) শ্রীবিলাস
    B) শচীশ
    C) সন্দীপ
    D) নিখিলেশ
 

81.ননিবালা বিধবা মায়ের সঙ্গে যেখানে আশ্রয় নিয়েছিল
    A) মামার বাড়িতে
    B) শচীশের বাড়িতে
    C) শ্রীবিলাসের বাড়িতে
    D) দামিনীর বাড়িতে
 

82.'নিশীথে গল্পে দক্ষিণাচরণের দ্বিতীয় স্ত্রীর নাম হল
     A) সুরমা
     B) বিভা
     C) ইলা
     D) মনোরমা
 

83."পতিব্রতা স্ত্রী চাও যদি আগে ব্রতের মিল করাও" কথাটি যিনি বলেছেন
     A) নন্দকিশোর
     B) সোহিনী
     C) অধ্যাপক
     D) রেবতী
 

84."আর বলতে হবে না দাদা l কিন্তু দশ দিকে তো আমরা এ-সব রং গন্ধ দেখতে পাই নে" -বক্তা কে ?
     A) প্রথম শোনপাংশু
     B) দ্বিতীয় শোনপাংশু
     C) প্রথম দর্ভক
     D) পঞ্চক
 

85.'মুক্তধারা ' নাটকে ফুলওয়ালী কোথা থেকে আসত ?
    A) ফুলতলি 
    B) উত্তরকূট
    C) দেওগ্রাম
    D) দেওতলি 
 

86.'সাহিত্যের পথে' গ্রন্থে 'অয়মহং ভঃ' বলতে রবীন্দ্রনাথ বলেছেন
   A) আমাকে গ্রহণ করো
   B) আমাকে প্রতিষ্ঠা দাও
   C) আমাকে ত্যাগ করো
   D) আমাকে দেখো
 

87.'জাপান যাত্রী'- তে কোন শহর প্রসঙ্গে ইরাবতী নদীর কথা এসেছে ?
    A) রেঙ্গুন
    B) টোকিও
    C) সিংগাপুর
    D) হংকং
 

88."বাংলা কত উদ্ভট গানই তাঁহার মুখস্ত ছিল"- কার কথা বলা হয়েছে ?
     A) শ্রীকণ্ঠ সিংহ
     B) অক্ষয়চন্দ্র চৌধুরী
     C) কিশোরী চাটুজ্যে
     D) জ্যোতিন্দ্রনাথ ঠাকুর
 

89."ও যেন বৃষ্টি নয়
কোনো বিরহিনী দিগবধূর  অশ্রান্ত ক্রন্দন l"
এটি কোন অলংকারের দৃষ্টান্ত ?
    A) উৎপ্রেক্ষা
    B) অপহ্নুতি
    C) অতিশয়োক্তি
    D) রূপক        

 90."আমি নইলে মিথ্যা হ'ত সন্ধ্যাতারা ওঠা
     মিথ্যা হ'ত কাননে ফুল ফোটা " -- এটি যে অলংকার---
   A) রূপক
   B) সন্দেহ
   C) অতিশয়োক্তি
   D) উপমা
 

91. "ও পারেতে সোনার কুলে আঁধার মুলে কোন মায়া  গেয়ে গেল কাজ-ভাঙানো গান "
 এটি যে ছন্দ--
     A) দলবৃত
     B) অক্ষরবৃত্ত
     C) মাত্রাবৃত্ত্ব
     D) মুক্তক
 

92."ভূতের মতন চেহারা যেমন নির্বোধ অতি ঘোর
      যা কিছু হারায় গিন্নি বলেন কেষ্ঠা বেটাই চোর l"
এটি যে ছন্দ--
   A) শ্বাসঘাতপ্রধান
   B) ধ্বনিপ্রধান
   C) তানপ্রধান
   D) মুক্তক  
 

93.ধ্বনিকে প্রতিষ্ঠা দেন
    A) আচার্য ভরত
    B) আনন্দবর্ধন
    C) ভট্টলোল্লট
    D) অভিনবগুপ্ত
 

94. 'ক্রোধ' ভাবটি কোন রসে পরিণত হয় ?
   A) ভয়ানক
   B) বীর
   C) রৌদ্র
   D) বীভৎস
 

95. রীতিবাদের প্রবক্তা
   A) আনন্দবর্ধন ও কুন্তক
   B) ভট্টশঙ্কুক ও ভট্টলোল্লট
   C) দন্ডী ও বামন
   D) ভামহ  ও ভরত
 

96. 'হরিপ্রিয়া প্রকরণ' উজ্জ্বলনীলমনি'র
    A) দ্বিতীয় অধ্যায়ভুক্ত
    B) তৃতীয় অধ্যায়ভুক্ত
    C) সপ্তম অধ্যায়ভুক্ত
    D) অষ্টম অধ্যায়ভুক্ত
 

97.সাধনপরা, দেবী এবং নিত্যপ্রিয়া হল
   A) পরোঢ় নায়িকার ভাগ
   B) যৌথিকী  নায়িকার ভাগ    
   C) শ্রুতিচরী  নায়িকার ভাগ
   D) অযৌথিকী  নায়িকার ভাগ

98. যে নায়িকা অপরাধী প্রিয়কে  উপহাসসহ বক্রোক্তি করেন তিনি হলেন
   A) ধীরা নায়িকা
   B) অধীরা নায়িকা
   C) ধীরমধ্যা নায়িকা
   D) অধীরামধ্যা নায়িকা
 

99. 'পোয়েটিক্স'-এ কোন শিল্প-প্রকরণের কথা বলা হয়নি ?
   A) ট্রাজেডি
   B) কমেডি
   C) মহাকাব্য
   D) উপন্যাস
 

100. ট্রাজেডির অন্তরঙ্গ উপাদানের মধ্যে দুটি
    A) কাহিনী ও চরিত্র
    B) ভাষা ও দৃশ্য
    C) সংগীত ও দৃশ্য
    D) ভাষা  ও সংগীত



সেট পরীক্ষার প্রশ্নোত্তর 2022_Paper -II( Bengali) 2022_ সেট পরীক্ষার প্রশ্নোত্তর 2022 PDF Download_ SET Question Paper 2022_ SET Question and Answer 2022 PDF Download_10 Years SET Questiom Paper সেট পরীক্ষার প্রশ্নোত্তর 2022_Paper -II( Bengali) 2022_  সেট পরীক্ষার প্রশ্নোত্তর 2022 PDF Download_ SET Question Paper 2022_ SET Question and Answer 2022 PDF Download_10 Years SET Questiom Paper Reviewed by Lucky on January 31, 2022 Rating: 5

ঐতিহাসিক কবিতা PDF Download_ সুকান্ত ভট্টাচার্যের ঐতিহাসিক কবিতা_ সুকান্ত ভট্টাচার্যের ঐতিহাসিক কবিতা সমালোচনা_ Sukana Bhattacharya Oitihasik Kabita PDF Download

September 14, 2021

 

কবিতা            : ঐতিহাসিক

কবি               : সুকান্ত  ভট্টাচার্য

কাব্যগ্রন্থ       :ছাড়পত্র

 

 আজ এসেছি তোমাদের ঘরে ঘরে—
পৃথিবীর আদালতের পরোয়ানা নিয়ে
তোমরা কি দেবে আমার প্রশ্নের কৈফিয়ৎ:
কেন মৃত্যুকীর্ণ শবে ভরলো পঞ্চাশ সাল?
আজ বাহান্ন সালের সূচনায় কি তার উত্তর দেবে?
জানি! স্তব্ধ হয়ে গেছে তোমাদের অগ্রগতির স্রোত,
তাই দীর্ঘশ্বাসের ধোঁয়ায় কালো করছ ভবিষ্যৎ
আর অনুশোচনার আগুনে ছাই হচ্ছে উৎসাহের কয়লা।
কিন্তু ভেবে দেখেছ কি?
দেরি হয়ে গেছে অনেক, অনেক দেরি!
লাইনে দাঁড়ান অভ্যেস কর নি কোনোদিন,
একটি মাত্র লক্ষ্যের মুখোমুখি দাঁড়িয়ে
মারামারি করেছ পরস্পর,
তোমাদের ঐক্যহীন বিশৃঙ্খলা দেখে
বন্ধ হয়ে গেছে মুক্তির দোকানের ঝাঁপ।
কেবল বঞ্চিত বিহ্বল বিমূঢ় জিজ্ঞাসাভরা চোখে
প্রত্যেকে চেয়েছ প্রত্যেকের দিকে;
—কেন এমন হল?

একদা দুর্ভিক্ষ এল
ক্ষুধার ক্ষমাহীন তাড়নায়
পাশাপাশি ঘেঁষাঘেঁষি সবাই দাঁড়ালে একই লাইনে
ইতর-ভদ্র, হিন্দু আর মুসলমান
একই বাতাসে নিলে নিঃশ্বাস।

চাল, চিনি, কয়লা, কেরোসিন?
এ সব দুষ্প্রাপ্য জিনিসের জন্য চাই লাইন।
কিন্তু বুঝলে না মুক্তিও দুর্লভ আর দুর্মূল্য,
তারো জন্যে চাই চল্লিশ কোটির দীর্ঘ, অবিচ্ছিন্ন এক লাইন।
মূর্খ তোমরা
লাইন দিলে: কিন্তু মুক্তির বদলে কিনলে মৃত্যু,
রক্তয়ের বদলে পেলে প্রবঞ্চনা।
ইতিমধ্যে তোমাদের বিবদমান বিশৃঙ্খল ভিড়ে
মুক্তি উঁকি দিয়ে গেছে বহুবার।


লাইনে দাঁড়ান আয়ত্ত করেছে যারা,
সোভিয়েট, পোল্যাণ্ড, ফ্রান্স
রক্তমূল্যে তারা কিনে নিয়ে গেল তাদের মুক্তি
সর্ব প্রথম এই পৃথিবীর দোকান থেকে।
এখনো এই লাইনে অনেকে প্রতীক্ষমান,
প্রার্থী অনেক; কিন্তু পরিমিত মুক্তি।
হয়তো এই বিশ্বব্যাপী লাইনের শেষে
এখনো তোমাদের স্থান হতে পারে—
এ কথা ঘোষণা ক’রে দাও তোমাদের দেশময়
 প্রতিবেশীর কাছে।
তারপর নিঃশব্দে দাঁড়াও এ লাইনে প্রতিজ্ঞা
 আর প্রতীক্ষা নিয়ে
হাতের মুঠোয় তৈরী রেখে প্রত্যেকের প্রাণ।
আমি ইতিহাস, আমার কথাটা একবার ভেবে দেখো,
মনে রেখো, দেরি হয়ে গেছে, অনেক অনেক দেরি।

আর মনে ক’রো আকাশে আছে এক ধ্রুব নক্ষত্র,
নদীর ধারায় আছে গতির নির্দেশ,
অরণ্যের মর্মরধ্বনিতে আছে আন্দোলনের ভাষা,
আর আছে পৃথিবীর চিরকালের আবর্তন॥

 

এই কবিতাটি ছবির আকারে ডাউনলোড করুন 

Oitihasik Kabita_Sukanta Bhattacharya


 

ঐতিহাসিক কবিতা PDF Download_ সুকান্ত ভট্টাচার্যের ঐতিহাসিক কবিতা_ সুকান্ত ভট্টাচার্যের ঐতিহাসিক কবিতা সমালোচনা_ Sukana Bhattacharya Oitihasik Kabita PDF Download ঐতিহাসিক  কবিতা PDF Download_ সুকান্ত ভট্টাচার্যের  ঐতিহাসিক  কবিতা_ সুকান্ত ভট্টাচার্যের  ঐতিহাসিক  কবিতা সমালোচনা_ Sukana Bhattacharya Oitihasik Kabita PDF Download Reviewed by Lucky on September 14, 2021 Rating: 5

মধ্যবিত্ত কবিতা (Madhyabitto Kabita)_মধ্যবিত্ত কবিতা সুকান্ত ভট্টাচার্য_সুকান্ত ভট্টাচার্যের মধ্যবিত্ত কবিতা PDF Download_Madhyabitto kabita Sukanta bhattacharya PDF Download

September 01, 2021

কবিতা : মধ্যবিত্ত 

কবি   : সুকান্ত  ভট্টাচার্য

কাব্যগ্রন্থ :ছাড়পত্র

 পৃথিবীময় যে সংক্রামক রোগে,
আজকে সকলে ভুগছে একযোগে,
এখানে খানিক তারই পূর্বাভাস
পাচ্ছি, এখন বইছে পুব-বাতাস।
উপায় নেই যে সামলে ধরব হাল,
হিংস্র বাতাসে ছিঁড়ল আজকে পাল,
গোপনে আগুন বাড়ছে ধানক্ষেতে,
বিদেশী খবরে রেখেছি কান পেতে।
সভয়ে এদেশে কাটছে রাত্রিদিন,
লুব্ধ বাজারে রুগ্ন স্বপ্নহীন।
সহসা নেতারা রুদ্ধ—দেশ জুড়ে
‘দেশপ্রেমিক’ উদিত ভুঁই ফুঁড়ে।
প্রথমে তাদের অন্ধ বীর মদে
মেতেছি এবং ঠকেছি প্রতিপদে;
দেখেছি সুবিধা নেই এ কাজ করায়
একক চেষ্টা কেবলই ভুল ধরায়।

 

এই কবিতাটি ছবির আকারে ডাউনলোড করুন 

 



মধ্যবিত্ত কবিতা (Madhyabitto Kabita)_মধ্যবিত্ত কবিতা সুকান্ত ভট্টাচার্য_সুকান্ত ভট্টাচার্যের মধ্যবিত্ত কবিতা PDF Download_Madhyabitto kabita Sukanta bhattacharya PDF Download মধ্যবিত্ত  কবিতা  (Madhyabitto Kabita)_মধ্যবিত্ত  কবিতা  সুকান্ত  ভট্টাচার্য_সুকান্ত  ভট্টাচার্যের মধ্যবিত্ত  কবিতা PDF Download_Madhyabitto kabita Sukanta bhattacharya PDF Download Reviewed by Lucky on September 01, 2021 Rating: 5

চট্ট্রগ্রাম কবিতা (Chattagram Kabita)_সুকান্ত ভট্টাচার্যের চট্ট্রগ্রাম কবিতা_সুকান্ত ভট্টাচার্যের চট্ট্রগ্রাম কবিতা PDF Download_Chattagram Kabita Pdf Download_ Chattagram kabita Sukanta Bhattacharya

September 01, 2021

কবিতা    : চট্ট্রগ্রাম

কবি        : সুকান্ত  ভট্টাচার্য

কাব্যগ্রন্থ : ছাড়পত্র 

 

 ক্ষুধার্ত বাতাসে শুনি এখানে নিভৃত এক নাম—
চট্টগ্রাম: বীর চট্টগ্রাম!
বিক্ষত বিধ্বস্ত দেহে অদ্ভুত নিঃশব্দ সহিষ্ণুতা
আমাদের স্নায়ুতে স্নায়ুতে
বিদ্যুৎপ্রবাহ আনে, আনে আজ চেতনার দিন;
চট্টগ্রাম: বীর চট্টগ্রাম!
এখনো নিস্তব্ধ তুমি
তাই আজো পাশবিকতার
দুঃসহ মহড়া চলে,
তাই আজো শত্রুরা সাহসী।
জানি আমি তোমার হৃদয়ে
অজস্র ঔদার্য আছে; জানি আছে সুস্থ শালীনতা
জানি তুমি আঘাতে আঘাতে
এখনও স্তিমিত নও, জানি তুমি এখনো উদ্দাম—
হে চট্টগ্রাম!



তাই আজো মনে পড়ে রক্তাক্ত তোমাকে
সহস্র কাজের ফাঁকে মনে পড়ে শার্দুলের ঘুম
অরণ্যের স্বপ্ন চোখে, দাঁতে নখে প্রতিজ্ঞা কঠোর।
হে অভুক্ত ক্ষুদিত শ্বাপদ—
তোমার উদ্যত থাবা, সংঘবদ্ধ প্রতিটি নখর
এখনো হয় নি নিরাপদ।
দিগন্তে দিগন্তে তাই ধ্বনিত গর্জন
তুমি চাও শোণিতের স্বাদ—
যে স্বাদ জেনেছে স্তালিনগ্রাদ।

তোমার সংকল্পস্রোতে ভেসে যাবে লোহার গরাদ
এ তোমার নিশ্চিত বিশ্বাস।
তোমার প্রতিজ্ঞা তাই আমার প্রতিজ্ঞা, চট্টগ্রাম!
আমার হৃৎপিণ্ডে আজ তারি লাল স্বাক্ষর দিলাম॥

 

 

এই কবিতাটি ছবির আকারে ডাউনলোড করুন  

 

 


 

 

 

 

চট্ট্রগ্রাম কবিতা (Chattagram Kabita)_সুকান্ত ভট্টাচার্যের চট্ট্রগ্রাম কবিতা_সুকান্ত ভট্টাচার্যের চট্ট্রগ্রাম কবিতা PDF Download_Chattagram Kabita Pdf Download_ Chattagram kabita Sukanta Bhattacharya চট্ট্রগ্রাম কবিতা (Chattagram Kabita)_সুকান্ত  ভট্টাচার্যের  চট্ট্রগ্রাম  কবিতা_সুকান্ত  ভট্টাচার্যের  চট্ট্রগ্রাম  কবিতা PDF Download_Chattagram Kabita Pdf Download_ Chattagram kabita Sukanta Bhattacharya Reviewed by Lucky on September 01, 2021 Rating: 5

চিল কবিতা (Chil kobita )_সুকান্ত ভট্টাচার্যের চিল কবিতা_ সুকান্ত ভট্টাচার্যের চিল কবিতা PDF_ Chil Kabita Sukanta bhattachrya_ chil kabita PDF download

September 01, 2021

কবিতা          : চিল

 কবি            : সুকান্ত ভট্টাচার্য

 কাব্যগ্রন্থ    : ছা়ড়পত্র

 

 

পথ চলতে চলতে হঠাৎ দেখলাম:
ফুটপাতে এক মরা চিল!

চমকে উঠলাম ওর করুণ বীভৎস মূর্তি দেখে।
অনেক উঁচু থেকে যে এই পৃথিবীটাকে দেখেছে
লুণ্ঠনের অবাধ উপনিবেশ;
যার শ্যেনদৃষ্টিতে কেবল ছিল
তীব্র লোভ আর ছোঁ মারার দস্যু প্রবৃত্তি—
তাকে দেখলাম, ফুটপাতে মুখ গুঁজে প’ড়ে।

গম্বুজশিখরে বাস করত এই চিল,
নিজেকে জাহির করত সুতীক্ষ্ণ চীৎকারে;
হালকা হাওয়ায় ডানা মেলে দিত আকাশের নীলে—
অনেককে ছাড়িয়ে; একক:
পৃথিবী থেকে অনেক, অনেক উঁচুতে।



অনেকে আজ নিরাপদ;
নিরাপদ ইঁদুর ছানারা আর খাদ্য-হাতে ত্রস্ত পথচারী,
নিরাপদ—কারণ আজ সে মৃত।
আজ আর কেউ নেই ছোঁ মারার,
ওরই ফেলে-দেওয়া উচ্ছিষ্টের মতো
ও পড়ে রইল ফুটপাতে,
শুক্‌নো, শীতল, বিকৃত দেহে।

হাতে যাদের ছিল প্রাণধারণের খাদ্য
বুকের কাছে সযত্নে চেপে ধরা—
তারা আজ এগিয়ে গেল নির্ভয়ে;
নিষ্ঠুর বিদ্রূপের মতো পিছনে ফেলে
আকাশচ্যুত এক উদ্ধত চিলকে॥

 

 



এই কবিতাটি ছবির আকারে ডাউলোড করুন 



 

চিল কবিতা (Chil kobita )_সুকান্ত ভট্টাচার্যের চিল কবিতা_ সুকান্ত ভট্টাচার্যের চিল কবিতা PDF_ Chil Kabita Sukanta bhattachrya_ chil kabita PDF download চিল কবিতা (Chil kobita )_সুকান্ত  ভট্টাচার্যের  চিল  কবিতা_ সুকান্ত  ভট্টাচার্যের  চিল  কবিতা PDF_ Chil Kabita Sukanta bhattachrya_ chil kabita PDF download Reviewed by Lucky on September 01, 2021 Rating: 5

বিবৃতি কবিতা সুকান্ত ভট্টাচার্য _সুকান্ত ভট্টাচার্যের বিবৃতি কবিতা_বিবৃতি কবিতা PDF Download_Bibriti Kabita Sukanta Bhattacharya

July 13, 2021

 কবিতা :     বিবৃতি

কাব্য   :     ছাড়পত্র

কবি    :     সুকান্ত ভট্টাচার্য 

আমার সোনার দেশে অবশেষে মন্বন্তর নামে,
জমে ভিড় ভ্রষ্টনীড় নগরে ও গ্রামে,
দুর্ভিক্ষের জীবন্ত মিছিল,
প্রত্যেক নিরন্ন প্রাণে বয়ে আনে অনিবার্য মিল।

আহার্যের অন্বেষণে প্রতি মনে আদিম আগ্রহ
রাস্তায় রাস্তায় আনে প্রতিদিন নগ্ন সমারোহ;
বুভুক্ষা বেঁধেছে বাসা পথের দু'পাশে,
প্রত্যহ বিষাক্ত বায়ু ইতস্তত ব্যর্থ দীর্ঘশ্বাসে।

মধ্যবিত্ত ধূর্ত সুখ ক্রমে ক্রমে আবরণহীন
নিঃশব্দে ঘোষণা করে দারুণ দুর্দিন,
পথে পথে দলে দলে কঙ্কালের শোভাযাত্রা চলে,
দুর্ভিক্ষ গুঞ্জন তোলে আতঙ্কিত অন্দরমহলে!

দুয়ারে দুয়ারে ব্যগ্র উপবাসী প্রত্যাশীর দল,
নিষ্ফল প্রার্থনা-ক্লান্ত, তীব্র ক্ষুধা অন্তিম সম্বল;
রাজপথে মৃতদেহ উগ্র দিবালোকে,
বিস্ময় নিক্ষেপ করে অনভ্যস্ত চোখে।

পরন্তু এদেশে আজ হিংস্র শত্রু আক্রমণ করে,
বিপুল মৃত্যুর স্রোত টান দেয় প্রাণের শিকড়ে,
নিয়ত অন্যায় হানে জরাগ্রস্ত বিদেশী শাসন,
ক্ষীণায়ু কোষ্ঠীতে নেই ধ্বংস-গর্ভ সংকটনাশন।
সহসা অনেক রাত্রে দেশদ্রোহী ঘাতকের হাতে
দেশপ্রেমে দৃপ্ত প্রাণ রক্ত ঢালে সূর্যের সাক্ষাতে।

তবুও প্রতিজ্ঞা ফেরে বাতাসে নিভৃত,
এখানে চল্লিশ কোটি এখনো জীবিত,
ভারতবর্ষের ’পরে গলিত সূর্য ঝরে আজ—
দিগ্বিদিকে উঠেছে আওয়াজ,
রক্তে আনো লাল,
রাত্রির গভীর বৃন্ত থেকে ছিঁড়ে আনো ফুটন্ত সকাল।
উদ্ধত প্রাণের বেগে উন্মুখর আমার এ দেশ,
আমার বিধ্বস্ত প্রাণে দৃঢ়তার এসেছে নির্দেশ।

আজকে মজুর ভাই দেশময় তুচ্ছ করে প্রাণ,
কারখানায় কারখানায় তোলে ঐক্যতান।
অভুক্ত কৃষক আজ সূচীমুখ লাঙলের মুখে
নির্ভয়ে রচনা করে জঙ্গী কাব্য এ মাটির বুকে।

আজকে আসন্ন মুক্তি দূর থেকে দৃষ্টি দেয় শ্যেন,
এদেশে ভাণ্ডার ভ’রে দেবে জানি নতুন য়ুক্রেন।

নিরন্ন আমার দেশে আজ তাই উদ্ধত জেহাদ,
টলোমলো এ দুর্দিন, থরোথরো জীর্ণ বনিয়াদ।
তাইতো রক্তের স্রোতে শুনি পদধ্বনি
বিক্ষুব্ধ টাইফুন-মত্ত চঞ্চল ধমনী:
বিপন্ন পৃথ্বীর আজ শুনি শেষ মুহুর্মুহু ডাক
আমাদের দৃপ্ত মুঠি আজ তার উত্তর পাঠাক।
ফিরুক দুয়ার থেকে সন্ধানী মৃত্যুর পরোয়ানা,
ব্যর্থ হোক কুচক্রান্ত, অবিরাম বিপক্ষের হানা॥

বিবৃতি কবিতা সুকান্ত ভট্টাচার্য _সুকান্ত ভট্টাচার্যের বিবৃতি কবিতা_বিবৃতি কবিতা PDF Download_Bibriti Kabita Sukanta Bhattacharya বিবৃতি কবিতা সুকান্ত ভট্টাচার্য _সুকান্ত ভট্টাচার্যের বিবৃতি কবিতা_বিবৃতি কবিতা  PDF Download_Bibriti Kabita Sukanta Bhattacharya Reviewed by Lucky on July 13, 2021 Rating: 5

দেশলাই কাঠি কবিতা সুকান্ত ভট্টাচার্য _দেশলাই কাঠি কবিতা_সুকান্ত ভট্টাচার্যের দেশলাই কাঠি কবিতা_ দেশলাই কাঠি কবিতা PDF Download _Deshlai Kathi Kabita Sukanta Bhattacharya

July 13, 2021

 

কবিতা :     দেশলাই কাটি

কাব্য   :     ছাড়পত্র

কবি    :     সুকান্ত ভট্টাচার্য 


আমি একটা ছোট্ট দেশলাইয়ের কাঠি

এত নগণা, হতো চোখেও পড়ি না;

তবু জেনো

মুখে আমার উসখুস  করছে বারুদ

বুকে আমার জলে উঠবার দুরন্ত উচ্ছ্বাস;

আমি একটা দেশলাইয়ের কাঠি।


মনে আছে সেদিন হুলুস্থুল বেধেছিল?

ঘরের কোনে জলে উঠেছিল আগুন --

আমাকে অবজ্ঞাভরে না-নিভিয়ে ছুড়ে ফেলায়!

কত ঘরকে দিয়েছি পুড়িয়ে,

কত প্রাসাদকে করেছি খুলিসাৎ

আমি একাই__ছোট একটা দেশলাই কাঠি  ।


এমনি বহু  নগর, বহু রাজ্যকে  দিতে পারি ছারখার  করে

তাবু  অবজ্ঞা করবে আমাদের?

মনে নেই ? এই সেদিন --

আমরা সবাই জলে উঠেছিলাম একই বাক্সে   ;

চমকে উঠেছিলে---

আমরা শুনেছিলান তোমাদের বিবর্ণ আর্তনাদ  ।   


আমাদের কী অসীম  শক্তি

তা তো অনুভব  করেছ বারংবার ;

তবু কেন বোঝে৷ না,

আমরা বন্দী থাকব না তোমাদের পকেটে পকেটে,

আমরা বেরিয়ে পড়ব, আমরা ছড়িয়ে পড়ব

শরে, গঞ্জ, গ্রামে--- দিগন্ত থেকে দিগন্তে ।



'আমরা বারবার জ্বলি, নিতান্ত অবহেলায়---

তা তো তোমরা জানোই !

কিন্তু তোমরা তে৷ জানো না ;

কবে আমরা জ্বলে উঠব---

সবাই---শেষবারের মতো !



দেশলাই কাঠি কবিতা সুকান্ত ভট্টাচার্য _দেশলাই কাঠি কবিতা_সুকান্ত ভট্টাচার্যের দেশলাই কাঠি কবিতা_ দেশলাই কাঠি কবিতা PDF Download _Deshlai Kathi Kabita Sukanta Bhattacharya দেশলাই  কাঠি  কবিতা  সুকান্ত ভট্টাচার্য _দেশলাই  কাঠি  কবিতা_সুকান্ত ভট্টাচার্যের দেশলাই  কাঠি কবিতা_ দেশলাই  কাঠি  কবিতা PDF Download _Deshlai Kathi Kabita  Sukanta Bhattacharya Reviewed by Lucky on July 13, 2021 Rating: 5

সুকান্ত ভট্টাচার্যের সিগারেট কবিতা PDF Download (Dailyminor.blogspot.com)

October 15, 2020

 

 কবিতা    : সিগারেট

 কবি         : সুকান্ত ভট্টাচার্য

কাব্যগ্রন্থ   : ছারপত্র 


আমরা সিগারেট।
তোমরা আমাদের বাঁচতে দাও না কেন?
আমাদের কেন নিঃশেষ করো পুড়িয়ে?
কেন এত স্বল্প-স্থায়ী আমাদের আয়ু?
মানবতার কোন্ দোহাই তোমরা পাড়বে?

আমাদের দাম বড় কম এই পৃথিবীতে।
তাই কি তোমরা আমাদের শোষণ করো?
বিলাসের সামগ্রী হিসাবে ফেল পুড়িয়ে?
তোমাদের শোষণের টানে আমরা ছাই হই
তোমরা নিবিড় হও আরামের উত্তাপে।

তোমাদের আরাম: আমাদের মৃত্যু।
এমনি ক'রে চলবে আর কত কাল?
আর কতকাল আমরা এমনি নিঃশব্দে ডাকব
আয়ু-হরণকারী তিল তিল অপঘাতকে?

দিন আর রাত্রি—রাত্রি আর দিন;
তোমরা আমাদের শোষণ করছ সর্বক্ষণ—
আমাদের বিশ্রাম নেই, মজুরি নেই—
নেই কোনো অল্প মাত্রার ছুটি।

তাই, আর নয়;
আর আমরা বন্দী থাকব না
কৌটোয় আর প্যাকেটে
আঙুলে আর পকেটে;
সোনা-বাঁধানো ‘কেসে’ আমাদের নিঃশ্বাস হবে না রুদ্ধ।
আমরা বেরিয়ে পড়ব,
সবাই একজোটে, একত্রে—
তারপর তোমাদের অসতর্ক মুহূর্তে
জ্বলন্ত আমরা ছিট্‌কে পড়ব তোমাদের হাত থেকে
বিছানায় অথবা কাপড়ে;
নিঃশব্দে হঠাৎ জ্বলে উঠে
বাড়িসুদ্ধ পুড়িয়ে মারব তোমাদের,
যেমন করে তোমরা আমাদের পুড়িয়ে মেরেছ এতকাল।।

_________________________________________________________

সুকান্ত ভট্টাচার্যের সিগারেট কবিতা PDF Download (Dailyminor.blogspot.com) সুকান্ত ভট্টাচার্যের  সিগারেট  কবিতা PDF Download (Dailyminor.blogspot.com) Reviewed by Lucky on October 15, 2020 Rating: 5

সুকান্ত ভট্টাচার্যের কাশ্মীর কবিতা PDF Download (Dailyminor.blogspot.com)

October 15, 2020

 

 কবিতা    : কাশ্মীর

 কবি         : সুকান্ত ভট্টাচার্য

কাব্যগ্রন্থ   : ছারপত্র 


সেই বিশ্রী দম-আটকানো কুয়াশা আর নেই
নেই সেই একটানা তুষার-বৃষ্টি,
হঠাৎ জেগে উঠেছে—
সূর্যের ছোঁয়ায় চমকে উঠেছে ভূস্বর্গ।

দুহাতে তুষারের পর্দা সরিয়ে ফেলে
মুঠো মুঠো হলদে পাতাকে দিয়েছে উড়িয়ে,
ডেকেছে রৌদ্রকে,
ডেকেছে তুষার-উড়িয়ে-নেওয়া বৈশাখী ঝড়কে,
পৃথিবীর নন্দন-কানন কাশ্মীর।

কাশ্মীরের সুন্দর মুখ কঠোর হল
প্রচণ্ড সূর্যের উত্তাপে।
গলে গলে পড়ছে বরফ—
ঝরে ঝরে পড়ছে জীবনের স্পন্দন:
শ্যামল আর সমতল মাটির
স্পর্শ লেগেছে ওর মুখে,
দক্ষিণ সমুদ্রের হাওয়ায় উড়ছে ওর চুল:
আন্দোলিত শাল, পাইন আর দেবদারুর বনে
ঝড়ের পক্ষে আজ সুস্পষ্ট সম্মতি।
কাশ্মীর আজ আর জমাট-বাঁধা বরফ নয়:
সূর্য-করোত্তাপে জাগা কঠোর গ্রীষ্মে
হাজার হাজার চঞ্চল স্রোত।

তাই আজ কাল-বৈশাখীর পতাকা উড়ছে
ক্ষুব্ধ কাশ্মীরের উদ্দাম হাওয়ায় হাওয়ায়;
দুলে দুলে উঠছে
লক্ষ লক্ষ বছর ধরে ঘুমন্ত, নিস্তব্ধ
বিরাট ব্যাপ্ত হিমালয়ের অসহিষ্ণু বুক।।


৷৷ ২ ৷৷

দম-আটকানো কুয়াশা তো আর নেই
নেই আর সেই বিশ্রী তুষার-বৃষ্টি,
সূর্য ছুঁয়েছে ‘ভূস্বর্গ চঞ্চল’
সহসা জেগেই চমকে উঠেছে দৃষ্টি।

দুহাতে তুষার-পর্দা সরিয়ে ফেলে
হঠাৎ হলদে পাতাকে দিয়েছে উড়িয়ে
রোদকে ডেকেছে নন্দনবন পৃথিবীর
বৈশাখী ঝড় দিয়েছে বরফ গুঁড়িয়ে।

সুন্দর মুখ কঠোর করেছে কাশ্মীর
তীক্ষ্ণ চাহনি সূর্যের উত্তাপে,
গলিত বরফে জীবনের স্পন্দন
শ্যামল মাটির স্পর্শে ও আজ কাঁপে।

সাগর-বাতাসে উড়ছে আজ ওর চুল
শাল দেবদারু পাইনের বনে ক্ষোভ,
ঝড়ের পক্ষে চূড়ান্ত সম্মতি—
কাশ্মীর নয়, জমাট বাঁধা বরফ।

কঠোর গ্রীষ্মে সূর্যোত্তাপে জাগা—
কাশ্মীর আজ চঞ্চল-স্রোত লক্ষ;
দিগ্‌দিগন্তে ছুটে ছুটে চলে দুর্বার
দুঃসহ ক্রোধে ফুলে ওঠে বক্ষ।


ক্ষুব্ধ হাওয়ায় উদ্দাম উঁচু কাশ্মীর
কালবোশেখীর পতাকা উড়ছে নভে,
দুলে দুলে ওঠে ঘুমন্ত হিমালয়
বহু যুগ পরে বুঝি জাগ্রত হবে।।

সুকান্ত ভট্টাচার্যের কাশ্মীর কবিতা PDF Download (Dailyminor.blogspot.com)  সুকান্ত ভট্টাচার্যের কাশ্মীর কবিতা PDF Download (Dailyminor.blogspot.com) Reviewed by Lucky on October 15, 2020 Rating: 5

সুকান্ত ভট্টাচার্যের অনুভব কবিতা PDF Download (Dailyminor.blogspot.com)

October 15, 2020

 

 কবিতা    : অনুভব 

 কবি         : সুকান্ত ভট্টাচার্য

কাব্যগ্রন্থ   : ছারপত্র 



অবাক পৃথিবী! অবাক করলে তুমি
জন্মেই দেখি ক্ষুব্ধ স্বদেশভূমি।
অবাক পৃথিবী! আমরা যে পরাধীন।
অবাক, কী দ্রুত জমে ক্রোধ দিন দিন;
অবাক পৃথিবী! অবাক করলে আরো—
দেখি এই দেশে অন্ন নেইকো কারো।
অবাক পৃথিবী! অবাক যে বারবার
দেখি এই দেশে মৃত্যুরই কারবার।
হিসেবের খাতা যখনি নিয়েছি হাতে
দেখেছি লিখিত—‘রক্ত খরচ’ তাতে;
এদেশে জন্মে পদাঘাতই শুধু পেলাম,
অবাক পৃথিবী! সেলাম, তোমাকে সেলাম



বিদ্রোহ আজ বিদ্রোহ চারিদিকে,
আমি যাই তারি দিন-পঞ্জিকা লিখে,
এত বিদ্রোহ কখনো দেখে নি কেউ,
দিকে দিকে ওঠে অবাধ্যতার ঢেউ;
স্বপ্ন-চূড়ার থেকে নেমে এসো সব—
শুনেছ? শুনছ উদ্দাম কলরব?
নয়া ইতিহাস লিখছে ধর্মঘট;
রক্তে রক্তে আঁকা প্রচ্ছদপট।
প্রত্যহ যারা ঘৃণিত ও পদানত,
দেখ আজ তারা সবেগে সমুদ্যত;
তাদেরই দলের পেছনে আমিও আছি,
তাদেরই মধ্যে আমিও যে মরি-বাঁচি।
তাইতো চলেছি দিন-পঞ্জিকা লিখে—
বিদ্রোহ আজ! বিপ্লব চারিদিকে।।

__________________________________________________________

সুকান্ত ভট্টাচার্যের অনুভব কবিতা PDF Download (Dailyminor.blogspot.com) সুকান্ত ভট্টাচার্যের অনুভব  কবিতা PDF Download (Dailyminor.blogspot.com) Reviewed by Lucky on October 15, 2020 Rating: 5
Powered by Blogger.