বাড়িতে বসে আধার কার্ড করুন খুব সহজে
Lucky
May 22, 2021
বাড়িতে বসে আধার কার্ড করুন খুব সহজে
আধার কার্ড সংশোধন নামটা শুনলেই যেন একটা জটিল ব্যাপার মনে হয়,আর কেনই বা হবে না।তখন আপনি আধার কার্ড সংশোধন করতে তখনই এক বিরাট লাইন বা সময়ের অপেক্ষা করতে হয়েছে। কেননা সরকার এই আধার কার্ড সংশোধনের প্রক্রিয়াটিকে এমন কঠিন করে দিয়েছে যে অপেক্ষা করাটাই স্বাভাবিক। কিন্তু মানুষের এত সমস্যার দিকে লক্ষ্য রেখে আধার সংস্থা সংশোধনের কাজটিকে একে বারে সহজ করে দিয়েছে। এখন বাড়ি থেকে বসে আধার কার্ড সংশোধন করা যাবে।তবে যাদের আধার কার্ডের সাথে মোবাইল নাম্বার যুক্ত রয়েছে তারাই এই সুবিধা উপভোগ করতে পারবে।
এর মাধ্যমে সাধারণ তথ্য যেমন নাম, অভিভাবক এর নাম, ইমেইল, মোবাইল নাম্বার ও ঠিকানা সংশোধন করা যাবে। এর জন্য কিন্তু আপনার আধার কার্ডের সাথে মোবাইল নাম্বার অবশ্যই যুক্ত থাকতে হবে।
বাড়িতে বসে আধার কার্ড করুন খুব সহজে
Reviewed by Lucky
on
May 22, 2021
Rating: