How to get lost Aadhaar card _ How to Order Aadhaar reprint(Dailyminor.blogspot.com)

আধার কার্ড হারিয়ে গেছে ? কি করবেন !
 আমাদের প্রতি দিনের জীবনজাপনের আধার কার্ড একটি অতি গুরুত্বপূর্ণ পরিচয় পত্র । আপনি যেখানে যাবেন সেখানেই আধার কার্ড আপনার
কার্ড থাকা আবশ্য করণীয় । আর সেই আধার কার্ড হারিয়ে গেলে আরনি কি করবেন ? আধার কার্ড হারিয়ে আপনাকে অনেক সমস্যার সম্মুখীন হতে হয় । 
সেই আধার কার্ড এখন আপনি খুব সহজে বার করতে পারেন কিছু স্টেপ ফলো করে :-  
1) হারিয়ে যাওয়া  আধার কার্ড আপনি নিজেই বার করতে পারবেন এর আপনাকে আধার কার্ডের অফিসিয়াল ওয়েবসাইট(https://uidai.gov.in/) এ চলে যেতে হবে  ।


2) Get Aadhaar এর মধ্যে থাকা Order Aadhaar Reprint  এ ক্লিক করে পেজটিকে ওপেন করে নিতে হবে ।

3) আপনার ১২ অঙ্কের আধার নাম্বার ও Security code টাইপ করে আপনার মোবাইল নাম্বার টাইপ করুন ।
4) আপনার দেওয়া মোবাইল নাম্বারে একটি  OTP যাবে , সেটাকে Enter OTP Option টাইপ করুন । 
5) এই সার্ভিসের জন্য আপনাকে  ডেলিভারি চার্চ হিসেবে 50/- Rupee pay করতে পবে । 
 6) ঠিক 7-10 দিনের মধ্যে আপনার হারিয়ে যাওয়া আধার কার্ড পেয়ে যাবেন।

How to get lost Aadhaar card _ How to Order Aadhaar reprint(Dailyminor.blogspot.com) How to get lost Aadhaar card _ How to Order Aadhaar reprint(Dailyminor.blogspot.com) Reviewed by Lucky on July 13, 2020 Rating: 5

No comments:

Powered by Blogger.