মধ্যবিত্ত কবিতা (Madhyabitto Kabita)_মধ্যবিত্ত কবিতা সুকান্ত ভট্টাচার্য_সুকান্ত ভট্টাচার্যের মধ্যবিত্ত কবিতা PDF Download_Madhyabitto kabita Sukanta bhattacharya PDF Download
কবিতা : মধ্যবিত্ত
কবি : সুকান্ত ভট্টাচার্য
কাব্যগ্রন্থ :ছাড়পত্র
পৃথিবীময় যে সংক্রামক রোগে,
আজকে সকলে ভুগছে একযোগে,
এখানে খানিক তারই পূর্বাভাস
পাচ্ছি, এখন বইছে পুব-বাতাস।
উপায় নেই যে সামলে ধরব হাল,
হিংস্র বাতাসে ছিঁড়ল আজকে পাল,
গোপনে আগুন বাড়ছে ধানক্ষেতে,
বিদেশী খবরে রেখেছি কান পেতে।
সভয়ে এদেশে কাটছে রাত্রিদিন,
লুব্ধ বাজারে রুগ্ন স্বপ্নহীন।
সহসা নেতারা রুদ্ধ—দেশ জুড়ে
‘দেশপ্রেমিক’ উদিত ভুঁই ফুঁড়ে।
প্রথমে তাদের অন্ধ বীর মদে
মেতেছি এবং ঠকেছি প্রতিপদে;
দেখেছি সুবিধা নেই এ কাজ করায়
একক চেষ্টা কেবলই ভুল ধরায়।
এই কবিতাটি ছবির আকারে ডাউনলোড করুন
মধ্যবিত্ত কবিতা (Madhyabitto Kabita)_মধ্যবিত্ত কবিতা সুকান্ত ভট্টাচার্য_সুকান্ত ভট্টাচার্যের মধ্যবিত্ত কবিতা PDF Download_Madhyabitto kabita Sukanta bhattacharya PDF Download
Reviewed by Lucky
on
September 01, 2021
Rating:
No comments: