তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় উনিশ শতকের এক জন অন্যতম ঔপন্যাসিক , তাঁর উপন্যাসের সংখ্যা প্রায় 60 টিরও বেশি , তিনি সাধারণত আঞ্চলিক ঔপন্যাসিক হিসেবে বিখ্যাত । কারণ তাঁর উপন্যাস গুলি রাঢ় বাংলা সমাজের আঞ্চলিক, সামাজিক, রাজনৈতিক, প্রকৃতির চিত্রকে সুন্দর ভাবে অঙ্কন করেছেন তার কয়েক টি উপন্যাসে । তাঁর কাল জয়ী কয়েকটি উপন্যাস ,যেমন চৈতালি ঘুর্ণি, পাষাণ পুরী,রায়কমল , ধাতৃদেবতা, হাসুলি বাঁকের উপকথা, নাগিনী কন্যার কাহিনি প্রভৃতি । এর মধ্যে গনদেবতা তাঁর একটি বিখ্যাত উপন্যাস ।
< উপন্যাস টি সম্পুর্ন পাঠ করার জন্য নিচে দেওয়া লিংকে ক্লিক করে ডাউনলোড করুন
< উপন্যাস টি সম্পুর্ন পাঠ করার জন্য নিচে দেওয়া লিংকে ক্লিক করে ডাউনলোড করুন
তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের গনদেবতা
Reviewed by Lucky
on
March 09, 2019
Rating:
No comments: