কর্মসাথী প্রকল্প কি - কর্মসাথী প্রকল্পের আবেদন পত্র ( Karmasathi Project Report File Download) Karmasathi Prakalpa
পশ্চিমবঙ্গ সরকার বেকার যুবক যুবতীর কথা ভেবে একটি নতুন প্রকল্প চালু করেছে । বর্তমানে দিনের পর দিন বেড়ে চলেছে বেকাত্ব, তার উপরে এই মহামারির সংকট মানুষকে আরও কর্মহীন করে তুলেছে । অনেকেরই ব্যবসা ডুবতে বসেছে আবার কারও কাছে ব্যবসর ধারনা ধাকলেও তা টাকার অভাবে ব্যবসা করতে পারছে না, তাই পশ্চিমবঙ্গ সরকার কর্মসাথী প্রকল্প চালু করেছে যেখানে পশ্চিমবঙ্গের বেকার যুবক যুবতীরা সরকারের কাছ থেকে লোন নিয়ে ব্যবসা শুরু করতে পারবে । এই প্রকল্পে পশ্চিমবঙ্গ সরকার বেকার যুবক যুবতীদের ২ লক্ষ টাকা পর্যন্ত লোন দেওয়া হবে, যে লোন তিন থেকে পাঁচ বছরের মধ্যে শোধ করতে পারবে । শুধু তাই এই লোনে ১৫% অব্দি সরকারের কাছ থেকে ভর্তুকি পাওয়া যাবে, যদি কেও ১ লক্ষ টাকা লোন এই প্রকল্পের মাধ্যমে পায় তাহলে তাকে ৮০০০০ টাকা দিতে হবে । বাকি ১৫০০০ টাকা সরকার ভর্তুকি হিসেবে দেবে । তাছাড়া যদি আপনি ১০০০০০ টাকা লোন নিতে চান তাহলে আপনার ব্যাঙ্কে ৫ %এই হিসেবে ৫০০০ টাকা জমা করতে হবে ।কিন্তু এই লোন সবাই পাবে না এর কিছু শর্ত আছে বা কিকি থাকতে হবে লোন নেওয়ার জন্য তা নিচে দেওয়া হল
@
স্নেহের পরশ প্রকল্প , বিস্তারিত জানতে ক্লিক করুন
* কর্মসাথী প্রকল্পের লোন নেওয়ার জন্য শর্তাবলী :
১) এই প্রকল্পের সুবিধা নেওয়ার জন্য আপনাকে পশ্চিমবঙ্গের
বাসিন্দা হতে হবে
২) পরিবারের যে কোনো একজন যুবক যুবতী এই প্রকল্পের সুবিধা পাবে ।
৩) ১৮-৫০ বছরের যুবক যুবতীরা এই লোন পাবে ।
৪) কমপক্ষে অষ্ঠম শ্রেণী পাশ হতে হবে, তবেই এই লোন পাওয়া যাবে ।
কত টাকা লোন নিলে কত টাকা দিতে হবে তার বিবরণ
*প্রয়োজনীয় নথি :
১) পরিচয়পত্র হিসেবে লাগবে (যে কোনো একটি)-
- আধারকার্ড
- ভোটারকার্ড
- প্যান কার্ড
২) পরিচয়পত্র হিসেবে লাগবে বসবাসের (যে কোনো একটি)-
- আধারকার্ড
- বিল পেমেন্ট
- ভোটারকার্ড
৩) শিক্ষাগত যোগ্যতার প্রমান
৪) বয়সের প্রমান
৫) SC/ST/OBC সার্টিফিকেট ( যদি থাকে )
৬) প্রজেক্ট রিপোর্ট বা প্রকল্পের বিবরণ
প্রজেক্ট রিপোর্ট বানানোর জন্য Whatsapp করুন বা কমেন্ট করুন ।
People Searched KeyWord
-what is karmasathi Prakalpa
-karmasathi Prakalpa Project file Create
-karmasathi Prakalpa Project file
-How to create karmasathi project file
No comments: