সুকান্ত ভট্টাচার্যের ইউরোপের উদ্দেশে কবিতা (Sukanta Bhattacharya's Uroper Uddeshe )

 

 কবিতা    :  ইউরোপের উদ্দেশে  কবিতা

 কবি         :  সুকান্ত ভট্টাচার্য

কাব্যগ্রন্থ   : ছারপত্র 


ওখানে এখন মে-মাস তুষার-গলানো দিন,
এখানে অগ্নি-ঝরা বৈশাখ নিদ্রাহীন;
হয়তো ওখানে শুরু মন্থর দক্ষিণ হাওয়া;
এখানে বোশেখী ঝড়ের ঝাপ্টা পশ্চাৎ ধাওয়া;

এখানে সেখানে ফুল ফোটে আজ তোমাদের দেশে
কত রঙ, কত বিচিত্র নিশি দেখা দেয় এসে।
ঘর ছেড়ে পথে বেরিয়ে পড়েছে কত ছেলেমেয়ে
এই বসন্তে কত উৎসব কত গান গেয়ে।
এখানে তো ফুল শুকানো, ধূসর রঙের ধুলোয়
খাঁ-খাঁ করে সারা দেশটা, শান্তি গিয়েছে চুলোয়।
কঠিন রোদের ভয়ে ছেলেমেয়ে বন্ধ ঘরে,
সব চুপচাপ; জাগবে হয়তো বোশেখী ঝড়ে।
অনেক খাটুনি, অনেক লড়াই করার শেষে
চারিদিকে ক্রমে ফুলের বাগান তোমাদের দেশে;
এদেশে যুদ্ধ, মহামারী, ভুখা জ্বলে হাড়ে হাড়ে—
অগ্নিবর্ষী গ্রীষ্মের মাঠে তাই ঘুম কাড়ে
বেপরোয়া প্রাণ; জমে দিকে দিকে আজ লাখে লাখ-
তোমাদের দেশে মে-মাস; এখানে ঝোড়ো বৈশাখ।।

 

__________________________________________________________

সুকান্ত ভট্টাচার্যের ইউরোপের উদ্দেশে কবিতা (Sukanta Bhattacharya's Uroper Uddeshe ) সুকান্ত ভট্টাচার্যের ইউরোপের উদ্দেশে  কবিতা (Sukanta Bhattacharya's Uroper Uddeshe ) Reviewed by Lucky on October 11, 2020 Rating: 5

No comments:

Powered by Blogger.