Student Credit Card West Bengal(স্টুডেন্ট ক্রেডিট কার্ড পশ্চিমবঙ্গ )

পশ্চিমবঙ্গ সরকার ছাত্রছাত্রীদের সুবিধার্থে দেশে ও বিদেশে উচ্ছ শিক্ষা  জন্য় নতুন প্রকল্পের মাধ্য়মে স্টু্ডেন্ট ক্রেডিট কার্ড চলেছে । মানণীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ২০২১ এর বার্ষিক বাজেটে প্রতিশ্রুতি   দিয়েছিলেন যে এবারে প্রত্যেক স্টুডেন্ট কে স্টুডেন্ট ক্রেডিট কার্ড দেবেন উচ্চ শিক্ষার জন্য এবং তা বাস্তবায়িত হতে চলেছে কিছু দিনের মধ্যে

কেন দেওয়া হচ্ছে স্টুডেন্ট  ক্রেডিট  কার্ড

অনেক  ছাত্রছাত্রীকে রয়েছে যারা ডাক্তার,ইঞ্জিনিয়ার, উকিল, শিক্ষক, অধ্যাপক হতে চান কিন্তু টাকার  সমস্যার জন্য তারা সে স্বপ্ন পূরণ করতে পারে না l  আবার ব্যাংকে ঋণ নিয়ে পড়া শোনা করতে চাইলে ব্যাঙ্ক সহজে তাদের কে ঋণ দেয় না l আবার কখনো কখনো ঋণ দিলেও তার পরিমান এত বেশি যে সহজে তা কেও নিতে যায় না l তাই এই সমস্যার সমাধান করতে সরকারের এই উদ্যোগ l 

কি  ভাবে দেওয়া হবে এই স্টুডেন্ট ক্রেডিট কার্ড 

যে সব ছাত্রছাত্রী আন্ডার গ্রাজুয়েট, পোস্ট গ্রাজুয়েট, বা পিএইচডি করতে ইচ্ছুক দেশের মধ্যে বা বাইরে তাদের কে এই ক্রেডিট কার্ড দেওয়া হবে বার্ষিক সুদের হারেl মাত্র ৪% সুদের হারে এই ক্রেডিট কার্ড দেওয়া  হবেl ১০ লক্ষ টাকা পর্যন্ত ক্রেডিট লিমিট দেওয়া হবে এই ক্রেডিট কার্ডে l 












Student Credit Card West Bengal(স্টুডেন্ট ক্রেডিট কার্ড পশ্চিমবঙ্গ ) Student Credit Card  West Bengal(স্টুডেন্ট  ক্রেডিট  কার্ড   পশ্চিমবঙ্গ ) Reviewed by Lucky on June 30, 2021 Rating: 5

No comments:

Powered by Blogger.