২০২২ সালের সেট পরীক্ষার প্রশ্নোত্তর
Paper-1 (General)
1) নিন্মলিখিতগুলির মধ্যে কোন ধরনের গবেষণা পদ্ধতি ভূয়োদর্শনলব্ধ তথ্যের ওপর নির্ভরশীল নয় ?
A) নৃতাত্ত্বিক গবেষনা
B) প্রপঞ্চবিজ্ঞান ভিত্তিক গবেষণা
C) দর্শনশাস্ত্র ভিত্তিক গবেষণা
D) পরীক্ষামূলক গবেষনা
2) যে বিধি বা আইন দ্বারা সমসাময়িককালে পৃথিবীর বিভিন্ন জায়গায় ব্যক্তিগত এবং প্রাতিষ্ঠানিক তথ্য সুরক্ষা করা হয় তার নাম-
A) গ্লোবালডাটা প্রটেকশান রেগুলেশন
B) ইন্টেলেকচুয়াল প্রপার্টি রেগুলেশান
C) জেনারেল ডাটা প্রটেকশান রেগুলেশান
D) ইন্টারন্যাশনাল পেটেন্ট ল এন্ড রেগুলশান
3) একটি Sampling Frame হল-
A) একটি Survey পরিকল্পনা করার জন্য বিভিন্ন পদক্ষেপের সারসংক্ষেপ I
B) Sample এর মধ্যে সমস্ত মুখ্য clusters of unit এর রূপরেখা I
C) Population এর সমস্ত unit এ তালিকা যেখান থেকে একটি sample নির্বাচন করা হয় I
D) একটি Wooden Frame যার সাহায্যে random নম্বর প্রকাশ করা I
4) 1992 সালে সাংবিধানিকভাবে ভারতে স্বীকৃতিপ্রাপ্ত পঞ্চায়েতি রাজ প্রথায় কয়টি ধাপ আছে ?
A) দুই
B) তিন
C) চার
D) পাঁচ
5) যে পর্যবেক্ষন একটি শ্রেণি বা কতকগুলি জীব বা উদ্ভিদের উপর বছরের পর বছর বা যুগের পর যুগ নিরবিচ্ছিন্নভাবে বা বারবার করা হয় তা হল
A) ক্রস সেক্সেনাল স্টাডি
B) সেনসাস স্টাডি
C) লঙ্গিটিউডিনাল স্টাডি
D) ডেসক্রিপটিভ স্টাডি
6) সম্পর্ক বুঝে প্রশ্নবোধক (?) স্থানে কোন শব্দ বসবেন খুঁজে নিন l
(?) : ALKLO : : WUOLD : তলড়িয়া
A) DONOR
B) CONES
C) BARGE
D) BLOCK
7) ৭) জুলাই 2021 সালে NEP 2020 এক বাঁচার পূর্ণ হাতে ভারত সরকারের সিদ্ধান্ত ঘোষণা করা হয়েছে যে ইনিজিনিয়ারিং ডিগ্রি শিক্ষা পাঁচটি ভারতীয় ভাষায় দেওয়া হবে যে ভাষাটি ইনিজিনিয়ারিং শিক্ষায় শিক্ষিত করা হবে, সেই ভাষাটিকে চিহ্নিত করুন
A) অসমীয়া
B)উড়িয়া
C) মৈথিলী
D) বাংলা
8) এই ক্রমে পরবর্তী সংখ্যাটি কি ?
4,20,35,49,62,74 ?
A) 79
B) 81
C) 85
D) 91
9) শারীরিক ভাষা অঙ্গভঙ্গি ভাবভঙ্গি মুখভঙ্গি এবং দৈহিক সঞ্চালন এই অধ্যায়নকে বলা হয়
A) প্রক্সেমিক্স
B) ভোক্যালিক্স
C) হ্যাপটিক্স
D) কাইনেসিক্স
10) যদি BUREAUCRATIK শব্দের প্রথম ও সপ্তম অক্ষর অদলবদল করা হয় আবার দ্বিতীয় ও অষ্টম অক্ষর অদলবদল করা হয় এবং এইভাবে এগিয়ে যাওয়া যায় তাহলে নতুন শব্দের বাঁদিক থেকে পঞ্চম অক্ষরটি কি হবে
A) T
B) I
C) C
D) A
11) নিন্মলিখিত কোন শব্দটি ব্যঞ্জনার্থক নয় ?
A) রুপোলি দ্যুতি
B) ম্যাচ-ফিসিং
C) উইলো-গেম
D) গ্রিসড উইথ গ্রিড
12) লেখকদের মত অনুসারে The Board of Control For Cricket in India
A) খেলোয়াড়দের ড্রাগ টেস্টে অনিচ্ছুক ছিল l
B) NADA-র কোনো শর্ত পালনেই অনিচ্ছুক ছিল i
C) ক্রীড়ামন্ত্রকের দ্বারা NADA-র শর্ত পালনে বাধ্য হয়েছিল l
D) নিজেদের খেলোয়াড়দের সম্পর্কে অতিমাত্রায় রক্ষণাত্মক ছিল l
13) নিন্মলিখিত কোন ধারণাটি অনুচ্ছেদে দেওয়া হয়নি ?
A) ক্রীড়াবিদরা সুশৃঙ্খল হবেন l
B) ক্রীড়াবিদরা জেতার জন্য সব উপায় গ্রহণ করবেন l
C) ক্রীড়াবিদরা কোনো নিয়ম মানেন না l
D) ক্রীড়াবিদরা সৎ হবেন এবং সমস্ত নিয়ম মানবেন l
14) মানুষের আচরণ সম্পর্কে লেখকের ধারণাকে সমর্থন করে নিন্মলিখিত কোন বিষয়টি ?
A) যা আদর্শ তা মানুষের আচরণে সর্বদা প্রযুক্ত হবে, এমন নাও হতে পারে l
B) মানুষ সাধারণত সৎ ও আদর্শবাদী l
C) মানুষ দ্বায়িত্বজ্ঞানহীন এবং তাকে শৃঙ্খলাপরায়ণ করা উচিত l
D) মানুষের আচার অননুমেয় l
15) নিচের কোন বিষয়টি অনুচ্ছেদে উল্লেখিত 'বেহেমত' এর সঙ্গে অর্গগত ভাব প্রায় সদৃশ ?
A) একটি বৃহৎ এবং বিঘ্নকারী সংস্থা
B) একটি সরকারি সংস্থা
C) একটি বৃহদায়তন সংস্থা
D) একটি ক্রীড়া -নিয়ামক সংস্থা
16) নিন্মে চারটি বক্তব্য দেওয়া হল :
1. 1854 সনে ভারতে প্রথম তিনটি বিশ্ববিদ্যালয় স্থাপিত হয় l
2. প্রাক্ স্বাধীনতা যুগে ভারতে শিক্ষার প্রসার ছিল মন্থর l
3. Macaulay-র কার্যবিবরণী ভারতে যথাযত শিক্ষার উন্নতির অন্তরায় ছিল l
4. 1906 সালে জাতীয় কলেজ স্থাপিত হয়েছিল মতিলাল ঘোষের অধ্যক্ষপনায় যেখানে ভারতীয় কলা, সাহিত্য ও দর্শনের শিক্ষা দেওয়া হত l
নিচের বক্তব্য গুলির মধ্যে সঠিক হলো
A) 1,2 এবং 3 সঠিক
B) 2,3 এবং 4 সঠিক
C) 2 এবং 3 সঠিক
D) 1 এবং 4 সঠিক
17) সাসটেইনেবল ডেভেলপমেন্ট গোলস্ (SDGs)-এ মোট কয়টি লক্ষ্য আছে
A) 37
B) 27
C) 17
D) 7
18) নিচে শিক্ষাদান পরকীয়ার বিভিন্ন ধাপ দেওয়া আছে l এই ধাপগুলোকে সঠিক ক্রমে শুরু থেকে শেষ পর্যন্ত সাজাতে হবে ও নিচে দেওয়া বিকল্প থেকে শুদ্ধ উত্তর বেছে নিতে হবে :
i) পূর্ববর্তী এবং সমসাময়িক জ্ঞানের সম্বন্ধ স্থাপন করা
ii) মূল্যায়ন
iii) পুনরায় শিক্ষাদান
iv) উদ্দেশ সূত্রবদ্ধ করা
v) উপাদান স্থাপন করা
সূত্র :
A) (i), (ii), (iii), (vi), (v)
B) (i), (ii), (iii), (iv), (v)
C) (i), (ii), (iii), (iv), (v)
D) (i), (ii), (iii), (iv), (v)
১৯) সুলতান আহমেদ এবং কাশিম প্রত্যেকে 20000 টাকা দিয়ে একটা ব্যবসা শুরু করল l 5 মাস পরে সুলতান 5000 টাকা এবং আহমেদ 4000 টাকা তুলে নিল l কাশিম 6000 টাকা ব্যাবসায় নিয়োগ করল l বছর শেষে 69900 টাকা লাভ করল l তিন জনের লভ্যাংশের পরিমান হল
A) 20.500.00 টাকা, 21.200.00 টাকা, 28.200.00 টাকা
B) 21.200.00 টাকা, 25.000.00 টাকা, 23.700.00 টাকা
C) 20.500.00 টাকা, 20.400.00 টাকা, 29.000.00 টাকা
D) 21.600.00 টাকা, 26.200.00 টাকা, 22.100.00 টাকা
20) Apple Inc-এর যে ভার্চুয়াল assistant-এর সাহায্যে reminders, take notes, set alarms ও অন্যান্য কাজ পাওয়া যায় তার নাম
A) Alexa
B) SIRI
C) Echo
D) Google Home
21) নিচে দেওয়া ক্রমে পরবর্তী সংখ্যাটি কী ?
2, 1, 1/2 1/4, 1/8 ?
A) 1/3
B) 3/48
C) 2/24
D) 1/4
22) কৃতিত্ব পরীক্ষা সাধারণত কী কারণে ব্যাবহৃত হয় ?
A) নির্দিষ্ট কাজের জন্য প্রার্থী বাছাই করতে l
B) কোনো পাঠ্যক্রমের জন্য প্রাথরি চয়ন করতে l
C) শিক্ষার্থীদের সামর্থ এবং দুর্বলতা শনাক্ত করতে l
D) শিক্ষার পর জ্ঞান অর্জনের পরিমান মূল্যায়ন করতে l
23) একটি পরীক্ষার ৪টি প্রশ্নপত্রের I, II,III,ইভ জন্য ৪ জন ছাত্র W,X,যা এবং Z-এর নম্বর 100-এর মধ্যে নিন্মে দেওয়া হল
ছাত্র প্রশ্নপত্র
(I) (II) (III) (IV)
W 60 81 45 55
X 59 43 51 55
Y 74 60 71 65
Z 72 76 58 68
উপরের চার ছাত্রের মধ্যে কার গড় নম্বর 60-65-এর মধ্যে আছে ?
A) X
B) Y
C) W
D) Z
24) NKN যা ভারতীয় শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে Unified High Speed network backbone দেয় তাই পূর্ণরূপ হল
A) New Knowledge Network
B) National Knowledge Network
C) National Kilo-byte(KB) Network
D) Nation-wide Knowledge Network
25) কোন সময়ে ভারতবর্ষে গুরুকুল প্রথায় শিক্ষা প্রদানের উন্নয়ন হয় ?
A) বেদ-উপনিদের কালে
B) মৌর্য কালে
C) কুষাণ কালে
D) গুপ্ত কালে
নির্দেশিকা : প্রশ্ন নং 26 থেকে 28-এর জন্য
নিচের ছবিতে আয়তক্ষেত্র দ্বারা পুরুষ, ত্রিভুজ দ্বারা শিক্ষিত, বৃত্ত দ্বারা শহুরে এবং বর্গক্ষেত্র দ্বারা সরকারি কর্মচারী বোঝানো হয়েছে
26) নিচের কোন শ্রেণি 4- সংখ্যা দ্বারা চিহ্নিত হয় ?
A) শিক্ষিত সরকারি কর্মচারী
B) শহুরে শিক্ষিত পুরুষ
C) শহুরে পুরুষ
D) শহুরে শিক্ষিত পুরুষ সরকারি কর্মচারী
27) নিচের কোন সংখ্যাটি নির্দেশ করে শিক্ষিত মানুষ কিন্তু শহুরে নয়
A) 9
B) 5
C) 4
D) 11
28) নিচের কোন সংখ্যাটি শহুরে পুরুষ সরকারি কর্মচারীকে নিদের্শ করে
A) 12
B) 6
C) 13
D) 4
29) পঠনপাঠন প্রক্রিয়ার গতিশীলপন্থা বলতে আমরা বুঝি
A) শিক্ষাদান যেন পরিবর্তনের জন্য উন্মুক্ত থাকে l
B) শিক্ষাদানকে ছাত্রের প্রয়োজনের সাথে প্রাসঙ্গিক করে তোলা হয় l
C) শিক্ষাদানে শৈক্ষিক ক্রিয়াকলাপের দ্বারা শিক্ষার্থীদের অংশগ্রহণের ওপর গুরুত্ব আরোপ করা উচিত l
D) শিক্ষাদানে শিক্ষার্থীদের প্রতিক্রিয়া গ্রাহ্য করা উচিত l
30) ভূমিকম্প মাপার জন্মের নাম কী
A) কোয়েক মিটার
B) কোয়েক গ্রাফ
C) সিসমোগ্রাফ
D) টাইপেনিক গ্রাফ
31) যে Protocol ব্যবহার করে distributed collaborative এবং hyper মিডিয়া ডাটা কমিউনিকেশন করা হয় World Wide Web -এ তা হল
A) FTP
B) DNS
C) HTTP
D) রহগীন
32) শিক্ষার চূড়ান্ত ফলাফলের ক্রমকে বলা হয়
A) সামেটিভ মূল্যায়ন
B) ফরম্যাটিভ মূল্যায়ন
C) নিরবচ্ছিন্ন মূল্যায়ন
D) নরম্যাটিভ মূল্যায়ন
33) ইন্টারনেট পরিষেবা মোবাইলের একটি নোভ হতে অন্য নোভগুলিতে বেতার মাধ্যমে ব্যবহারের প্রযুক্তির নাম
A) ব্লুটুথ
B) জিগবি
C) ব্রডব্যান্ড
D) হটস্পট
34) একটি মিশ্রণে দুধ ও জলের অনুপাত ৩:৪ যদি ওই মিশ্রণে আরও ৫ লিটার জল যোগ করা হয় তবে অনুপাত ৪:৫ হয় মিশ্রণে দুধের পরিমান
A) 8 লিটার
B) 9 লিটার
C) 10 লিটার
D) 11 লিটার
35) নিন্মলিখিতগুলির মধ্যে IP ঠিকানা কোনটি ?
A) 800-315-600-3
B) 202.50.20.148
C) 202.50@20-148
D) 202-50@20-148
36) দর্শনশাস্ত্রের কোন শাখা বাস্তববাদের প্রকৃতির বিষয় নিয়ে অনুসন্ধান করে
A) অন্টোলজি
B) মেটাফিজিক্স
C) অক্সিওলজি
D) এপিস্টেমলজি
37) Standard error হলো একটি স্ট্যাটিসটিকাল পরিমাপ যা
A) Sample mean-এর সন্নিকটে normal distribution of scores l
B) পপুলেশন গড় ও Sample গড়-এর মধ্যে পার্থক্যের পরিমান l
C) Survey স্কেলের প্রতি প্রান্তে Clustering of scores l
D) একটি sample যতদূর অবধি নির্ভুলভাবে stratified হয় l
38) সাসটেইনেবিলিটির প্রাথমিক লক্ষ্যগুলি হল
i) দারিদ্র ও ক্ষুধা দূর করা l
ii) অধিকতর উন্নত শিক্ষা ব্যবসা এবং স্বাস্থ ব্যবসা বিশেষত জলের মান ও উন্নত স্বাস্থকর ব্যবসা l
iii) লিঙ্গ সমতা অর্জন করা l
iv) সাস্টেইনেইবেল অর্থনৈতিক অগ্রগতি হল কর্মে উন্নতি ও বলিষ্ঠ অর্থনীতি l
নিচের সম্ভাবনা মধ্যে সঠিক হল
A) (i),(ii) ও (iii)
B) (i), (iii) ও (iv)
C) (i) ও (iii)
D) (i), (ii), (iii), ও (iv)
39) তালিকা-'I' এবং তালিকা-'II'-এর সূত্র মিলিয়ে নিচে দেওয়া ক্রম থেকে সঠিক উত্তর বেছে নিতে হবে l
তালিকা- 'I' তালিকা-'II'
(নদীর বাঁধ প্রকল্প) (স্থান)
a) শিব সমুদ্র প্রকল্প i) কৃষ্ণা নদী-অন্থপ্রদেশ
b) হিরাকুদ প্রকল্প ii) বিয়াস নদী-হিমাচল প্রদেশ
c) মান্দি প্রকল্প iii) মহানাদি-ওড়িশা
d) নাগার্জুন প্রকল্প iv) কাবেরী-কর্ণাটক
সূত্র:
(a) (b) (c) (d)
A) (i) (ii) (iii) (iv)
B) (iv) (iii) (ii) (i)
C) (ii) (iii) (i) (iv)
D) (iv) (ii) (iii) (i)
40) অপার্থিব স্মৃতি বা ভার্চুয়াল মেমোরির অর্থ
A) একটি অত্যান্ত বিশাল প্রধান স্মৃতি l
B) একটি অত্যান্ত বিশাল অপ্রধান স্মৃতি l
C) একটি অত্যান্ত বিশাল প্রধান স্মৃতি ভ্রম l
D) এক ধরণের স্মৃতি যা সুপার কম্পিউটারে ব্যাবহৃত হয় l
41) জলজ উদ্ভিদ এবং প্রাণীর বিলুপ্তির কারণ কী ?
A) নাইট্রোজেনের মাত্রার হ্রাস
B) ক্লোরিনের মাত্রার হ্রাস
C) অক্সিজেনের মাত্রার হ্রাস
D) ওজোনের মাত্রার হ্রাস
42) নিন্মলিখিতগুলির মধ্যে কনটি শিক্ষাদানের কার্যকারিতা মূল্যায়নের জন্য সবচেয়ে উপযুক্ত মানদণ্ড ?
A) শিক্ষার পরিণতি
B) পাঠক্রমের পরিসমাপ্তি
C) পঠনপাতজনের সামগ্রীর পরিধি/ব্যাপ্তি
D) শিক্ষাদানে সহায়িকার ব্যবহার
43) পাদটীকা বা ফুটনোটে ব্যবহার হওয়া কোন সংক্ষেপনারটির অর্থ 'একই স্থানে' ?
A) এট.অল.
B) লক. সিট.
C) ইবিড
D) অপ. সিট
44) শব্দ এই মাত্রার অধিক হলে তাকে শব্দদূষণ বলা হয়-
A) 80-100 ডেসিবেল
B) 50-60 ডেসিবেল
C) 70-75 ডেসিবেল
D) 40-65 ডেসিবেল
45) গবেষণা পদ্ধতি বলতে আমরা বুঝি
A) তথ্য সংগ্রহ ও বিশ্লেষণের পদ্ধতি
B) গবেষণাপত্র বা গবেষণা প্রতিবেদন লেখার নিয়মাবলী
C) গবেষণা এবং বিশ্লেষণের নির্দিষ্ট পদ্ধতি
D) তথ্য সংগ্রহ, বিশ্লেষণ এবং ব্যাখ্যার তাত্বিক দৃষ্টান্ত
46) পেডাগোজি বলতে আমরা বুঝি
A) শিক্ষাদানের পদ্ধতি
B) শিক্ষাদানের জন্য জরুরি দক্ষতা
C) শিক্ষাদানের তত্ত্ব ও চর্চা
D) শ্রেনিকক্ষের কার্যকর অনুশীলন
নির্দেশিদা : প্রশ্ন নং 47 থেকে 50 এর জন্য নিন্মের টেবিলে ব্যবহার করুন
47) একটি কোম্পানির বাৎসরিক খরচের হিসাব (লক্ষ টাকায়) নিচের ছবিগুলিতে দেওয়া হল
A) 4 : 7
B) 10 : 13
C) 15 : 18
D) 5 : 8
48) 2014 সালে কোম্পানির মোট খরচ 2018 সালে মোট খরচের আসন্ন শতকরা পরিমান হল
A) 62%
B) 66%
C) 69%
D) 71%
49) উক্ত বছরগুলিতের কোম্পানির প্রদত্ত মোট বোনাস মোট মাহিনের আসন্ন শতকরা পরিমান হল
A) 0.1%
B) 0.5%
C) 1.0%
D) 1.25%
50) কোম্পানি প্রদত্ত বাৎসরিক গড় সুদের পরিমান হল
A) 32.43%
B) 33.72%
C) 34.18%
D) 36.66%
No comments: