চট্ট্রগ্রাম কবিতা (Chattagram Kabita)_সুকান্ত ভট্টাচার্যের চট্ট্রগ্রাম কবিতা_সুকান্ত ভট্টাচার্যের চট্ট্রগ্রাম কবিতা PDF Download_Chattagram Kabita Pdf Download_ Chattagram kabita Sukanta Bhattacharya

September 01, 2021

কবিতা    : চট্ট্রগ্রাম

কবি        : সুকান্ত  ভট্টাচার্য

কাব্যগ্রন্থ : ছাড়পত্র 

 

 ক্ষুধার্ত বাতাসে শুনি এখানে নিভৃত এক নাম—
চট্টগ্রাম: বীর চট্টগ্রাম!
বিক্ষত বিধ্বস্ত দেহে অদ্ভুত নিঃশব্দ সহিষ্ণুতা
আমাদের স্নায়ুতে স্নায়ুতে
বিদ্যুৎপ্রবাহ আনে, আনে আজ চেতনার দিন;
চট্টগ্রাম: বীর চট্টগ্রাম!
এখনো নিস্তব্ধ তুমি
তাই আজো পাশবিকতার
দুঃসহ মহড়া চলে,
তাই আজো শত্রুরা সাহসী।
জানি আমি তোমার হৃদয়ে
অজস্র ঔদার্য আছে; জানি আছে সুস্থ শালীনতা
জানি তুমি আঘাতে আঘাতে
এখনও স্তিমিত নও, জানি তুমি এখনো উদ্দাম—
হে চট্টগ্রাম!



তাই আজো মনে পড়ে রক্তাক্ত তোমাকে
সহস্র কাজের ফাঁকে মনে পড়ে শার্দুলের ঘুম
অরণ্যের স্বপ্ন চোখে, দাঁতে নখে প্রতিজ্ঞা কঠোর।
হে অভুক্ত ক্ষুদিত শ্বাপদ—
তোমার উদ্যত থাবা, সংঘবদ্ধ প্রতিটি নখর
এখনো হয় নি নিরাপদ।
দিগন্তে দিগন্তে তাই ধ্বনিত গর্জন
তুমি চাও শোণিতের স্বাদ—
যে স্বাদ জেনেছে স্তালিনগ্রাদ।

তোমার সংকল্পস্রোতে ভেসে যাবে লোহার গরাদ
এ তোমার নিশ্চিত বিশ্বাস।
তোমার প্রতিজ্ঞা তাই আমার প্রতিজ্ঞা, চট্টগ্রাম!
আমার হৃৎপিণ্ডে আজ তারি লাল স্বাক্ষর দিলাম॥

 

 

এই কবিতাটি ছবির আকারে ডাউনলোড করুন  

 

 


 

 

 

 

চট্ট্রগ্রাম কবিতা (Chattagram Kabita)_সুকান্ত ভট্টাচার্যের চট্ট্রগ্রাম কবিতা_সুকান্ত ভট্টাচার্যের চট্ট্রগ্রাম কবিতা PDF Download_Chattagram Kabita Pdf Download_ Chattagram kabita Sukanta Bhattacharya চট্ট্রগ্রাম কবিতা (Chattagram Kabita)_সুকান্ত  ভট্টাচার্যের  চট্ট্রগ্রাম  কবিতা_সুকান্ত  ভট্টাচার্যের  চট্ট্রগ্রাম  কবিতা PDF Download_Chattagram Kabita Pdf Download_ Chattagram kabita Sukanta Bhattacharya Reviewed by Lucky on September 01, 2021 Rating: 5

চিল কবিতা (Chil kobita )_সুকান্ত ভট্টাচার্যের চিল কবিতা_ সুকান্ত ভট্টাচার্যের চিল কবিতা PDF_ Chil Kabita Sukanta bhattachrya_ chil kabita PDF download

September 01, 2021

কবিতা          : চিল

 কবি            : সুকান্ত ভট্টাচার্য

 কাব্যগ্রন্থ    : ছা়ড়পত্র

 

 

পথ চলতে চলতে হঠাৎ দেখলাম:
ফুটপাতে এক মরা চিল!

চমকে উঠলাম ওর করুণ বীভৎস মূর্তি দেখে।
অনেক উঁচু থেকে যে এই পৃথিবীটাকে দেখেছে
লুণ্ঠনের অবাধ উপনিবেশ;
যার শ্যেনদৃষ্টিতে কেবল ছিল
তীব্র লোভ আর ছোঁ মারার দস্যু প্রবৃত্তি—
তাকে দেখলাম, ফুটপাতে মুখ গুঁজে প’ড়ে।

গম্বুজশিখরে বাস করত এই চিল,
নিজেকে জাহির করত সুতীক্ষ্ণ চীৎকারে;
হালকা হাওয়ায় ডানা মেলে দিত আকাশের নীলে—
অনেককে ছাড়িয়ে; একক:
পৃথিবী থেকে অনেক, অনেক উঁচুতে।



অনেকে আজ নিরাপদ;
নিরাপদ ইঁদুর ছানারা আর খাদ্য-হাতে ত্রস্ত পথচারী,
নিরাপদ—কারণ আজ সে মৃত।
আজ আর কেউ নেই ছোঁ মারার,
ওরই ফেলে-দেওয়া উচ্ছিষ্টের মতো
ও পড়ে রইল ফুটপাতে,
শুক্‌নো, শীতল, বিকৃত দেহে।

হাতে যাদের ছিল প্রাণধারণের খাদ্য
বুকের কাছে সযত্নে চেপে ধরা—
তারা আজ এগিয়ে গেল নির্ভয়ে;
নিষ্ঠুর বিদ্রূপের মতো পিছনে ফেলে
আকাশচ্যুত এক উদ্ধত চিলকে॥

 

 



এই কবিতাটি ছবির আকারে ডাউলোড করুন 



 

চিল কবিতা (Chil kobita )_সুকান্ত ভট্টাচার্যের চিল কবিতা_ সুকান্ত ভট্টাচার্যের চিল কবিতা PDF_ Chil Kabita Sukanta bhattachrya_ chil kabita PDF download চিল কবিতা (Chil kobita )_সুকান্ত  ভট্টাচার্যের  চিল  কবিতা_ সুকান্ত  ভট্টাচার্যের  চিল  কবিতা PDF_ Chil Kabita Sukanta bhattachrya_ chil kabita PDF download Reviewed by Lucky on September 01, 2021 Rating: 5

বিবৃতি কবিতা সুকান্ত ভট্টাচার্য _সুকান্ত ভট্টাচার্যের বিবৃতি কবিতা_বিবৃতি কবিতা PDF Download_Bibriti Kabita Sukanta Bhattacharya

July 13, 2021

 কবিতা :     বিবৃতি

কাব্য   :     ছাড়পত্র

কবি    :     সুকান্ত ভট্টাচার্য 

আমার সোনার দেশে অবশেষে মন্বন্তর নামে,
জমে ভিড় ভ্রষ্টনীড় নগরে ও গ্রামে,
দুর্ভিক্ষের জীবন্ত মিছিল,
প্রত্যেক নিরন্ন প্রাণে বয়ে আনে অনিবার্য মিল।

আহার্যের অন্বেষণে প্রতি মনে আদিম আগ্রহ
রাস্তায় রাস্তায় আনে প্রতিদিন নগ্ন সমারোহ;
বুভুক্ষা বেঁধেছে বাসা পথের দু'পাশে,
প্রত্যহ বিষাক্ত বায়ু ইতস্তত ব্যর্থ দীর্ঘশ্বাসে।

মধ্যবিত্ত ধূর্ত সুখ ক্রমে ক্রমে আবরণহীন
নিঃশব্দে ঘোষণা করে দারুণ দুর্দিন,
পথে পথে দলে দলে কঙ্কালের শোভাযাত্রা চলে,
দুর্ভিক্ষ গুঞ্জন তোলে আতঙ্কিত অন্দরমহলে!

দুয়ারে দুয়ারে ব্যগ্র উপবাসী প্রত্যাশীর দল,
নিষ্ফল প্রার্থনা-ক্লান্ত, তীব্র ক্ষুধা অন্তিম সম্বল;
রাজপথে মৃতদেহ উগ্র দিবালোকে,
বিস্ময় নিক্ষেপ করে অনভ্যস্ত চোখে।

পরন্তু এদেশে আজ হিংস্র শত্রু আক্রমণ করে,
বিপুল মৃত্যুর স্রোত টান দেয় প্রাণের শিকড়ে,
নিয়ত অন্যায় হানে জরাগ্রস্ত বিদেশী শাসন,
ক্ষীণায়ু কোষ্ঠীতে নেই ধ্বংস-গর্ভ সংকটনাশন।
সহসা অনেক রাত্রে দেশদ্রোহী ঘাতকের হাতে
দেশপ্রেমে দৃপ্ত প্রাণ রক্ত ঢালে সূর্যের সাক্ষাতে।

তবুও প্রতিজ্ঞা ফেরে বাতাসে নিভৃত,
এখানে চল্লিশ কোটি এখনো জীবিত,
ভারতবর্ষের ’পরে গলিত সূর্য ঝরে আজ—
দিগ্বিদিকে উঠেছে আওয়াজ,
রক্তে আনো লাল,
রাত্রির গভীর বৃন্ত থেকে ছিঁড়ে আনো ফুটন্ত সকাল।
উদ্ধত প্রাণের বেগে উন্মুখর আমার এ দেশ,
আমার বিধ্বস্ত প্রাণে দৃঢ়তার এসেছে নির্দেশ।

আজকে মজুর ভাই দেশময় তুচ্ছ করে প্রাণ,
কারখানায় কারখানায় তোলে ঐক্যতান।
অভুক্ত কৃষক আজ সূচীমুখ লাঙলের মুখে
নির্ভয়ে রচনা করে জঙ্গী কাব্য এ মাটির বুকে।

আজকে আসন্ন মুক্তি দূর থেকে দৃষ্টি দেয় শ্যেন,
এদেশে ভাণ্ডার ভ’রে দেবে জানি নতুন য়ুক্রেন।

নিরন্ন আমার দেশে আজ তাই উদ্ধত জেহাদ,
টলোমলো এ দুর্দিন, থরোথরো জীর্ণ বনিয়াদ।
তাইতো রক্তের স্রোতে শুনি পদধ্বনি
বিক্ষুব্ধ টাইফুন-মত্ত চঞ্চল ধমনী:
বিপন্ন পৃথ্বীর আজ শুনি শেষ মুহুর্মুহু ডাক
আমাদের দৃপ্ত মুঠি আজ তার উত্তর পাঠাক।
ফিরুক দুয়ার থেকে সন্ধানী মৃত্যুর পরোয়ানা,
ব্যর্থ হোক কুচক্রান্ত, অবিরাম বিপক্ষের হানা॥

বিবৃতি কবিতা সুকান্ত ভট্টাচার্য _সুকান্ত ভট্টাচার্যের বিবৃতি কবিতা_বিবৃতি কবিতা PDF Download_Bibriti Kabita Sukanta Bhattacharya বিবৃতি কবিতা সুকান্ত ভট্টাচার্য _সুকান্ত ভট্টাচার্যের বিবৃতি কবিতা_বিবৃতি কবিতা  PDF Download_Bibriti Kabita Sukanta Bhattacharya Reviewed by Lucky on July 13, 2021 Rating: 5

দেশলাই কাঠি কবিতা সুকান্ত ভট্টাচার্য _দেশলাই কাঠি কবিতা_সুকান্ত ভট্টাচার্যের দেশলাই কাঠি কবিতা_ দেশলাই কাঠি কবিতা PDF Download _Deshlai Kathi Kabita Sukanta Bhattacharya

July 13, 2021

 

কবিতা :     দেশলাই কাটি

কাব্য   :     ছাড়পত্র

কবি    :     সুকান্ত ভট্টাচার্য 


আমি একটা ছোট্ট দেশলাইয়ের কাঠি

এত নগণা, হতো চোখেও পড়ি না;

তবু জেনো

মুখে আমার উসখুস  করছে বারুদ

বুকে আমার জলে উঠবার দুরন্ত উচ্ছ্বাস;

আমি একটা দেশলাইয়ের কাঠি।


মনে আছে সেদিন হুলুস্থুল বেধেছিল?

ঘরের কোনে জলে উঠেছিল আগুন --

আমাকে অবজ্ঞাভরে না-নিভিয়ে ছুড়ে ফেলায়!

কত ঘরকে দিয়েছি পুড়িয়ে,

কত প্রাসাদকে করেছি খুলিসাৎ

আমি একাই__ছোট একটা দেশলাই কাঠি  ।


এমনি বহু  নগর, বহু রাজ্যকে  দিতে পারি ছারখার  করে

তাবু  অবজ্ঞা করবে আমাদের?

মনে নেই ? এই সেদিন --

আমরা সবাই জলে উঠেছিলাম একই বাক্সে   ;

চমকে উঠেছিলে---

আমরা শুনেছিলান তোমাদের বিবর্ণ আর্তনাদ  ।   


আমাদের কী অসীম  শক্তি

তা তো অনুভব  করেছ বারংবার ;

তবু কেন বোঝে৷ না,

আমরা বন্দী থাকব না তোমাদের পকেটে পকেটে,

আমরা বেরিয়ে পড়ব, আমরা ছড়িয়ে পড়ব

শরে, গঞ্জ, গ্রামে--- দিগন্ত থেকে দিগন্তে ।



'আমরা বারবার জ্বলি, নিতান্ত অবহেলায়---

তা তো তোমরা জানোই !

কিন্তু তোমরা তে৷ জানো না ;

কবে আমরা জ্বলে উঠব---

সবাই---শেষবারের মতো !



দেশলাই কাঠি কবিতা সুকান্ত ভট্টাচার্য _দেশলাই কাঠি কবিতা_সুকান্ত ভট্টাচার্যের দেশলাই কাঠি কবিতা_ দেশলাই কাঠি কবিতা PDF Download _Deshlai Kathi Kabita Sukanta Bhattacharya দেশলাই  কাঠি  কবিতা  সুকান্ত ভট্টাচার্য _দেশলাই  কাঠি  কবিতা_সুকান্ত ভট্টাচার্যের দেশলাই  কাঠি কবিতা_ দেশলাই  কাঠি  কবিতা PDF Download _Deshlai Kathi Kabita  Sukanta Bhattacharya Reviewed by Lucky on July 13, 2021 Rating: 5

Student Credit Card West Bengal(স্টুডেন্ট ক্রেডিট কার্ড পশ্চিমবঙ্গ )

June 30, 2021
পশ্চিমবঙ্গ সরকার ছাত্রছাত্রীদের সুবিধার্থে দেশে ও বিদেশে উচ্ছ শিক্ষা  জন্য় নতুন প্রকল্পের মাধ্য়মে স্টু্ডেন্ট ক্রেডিট কার্ড চলেছে । মানণীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ২০২১ এর বার্ষিক বাজেটে প্রতিশ্রুতি   দিয়েছিলেন যে এবারে প্রত্যেক স্টুডেন্ট কে স্টুডেন্ট ক্রেডিট কার্ড দেবেন উচ্চ শিক্ষার জন্য এবং তা বাস্তবায়িত হতে চলেছে কিছু দিনের মধ্যে

কেন দেওয়া হচ্ছে স্টুডেন্ট  ক্রেডিট  কার্ড

অনেক  ছাত্রছাত্রীকে রয়েছে যারা ডাক্তার,ইঞ্জিনিয়ার, উকিল, শিক্ষক, অধ্যাপক হতে চান কিন্তু টাকার  সমস্যার জন্য তারা সে স্বপ্ন পূরণ করতে পারে না l  আবার ব্যাংকে ঋণ নিয়ে পড়া শোনা করতে চাইলে ব্যাঙ্ক সহজে তাদের কে ঋণ দেয় না l আবার কখনো কখনো ঋণ দিলেও তার পরিমান এত বেশি যে সহজে তা কেও নিতে যায় না l তাই এই সমস্যার সমাধান করতে সরকারের এই উদ্যোগ l 

কি  ভাবে দেওয়া হবে এই স্টুডেন্ট ক্রেডিট কার্ড 

যে সব ছাত্রছাত্রী আন্ডার গ্রাজুয়েট, পোস্ট গ্রাজুয়েট, বা পিএইচডি করতে ইচ্ছুক দেশের মধ্যে বা বাইরে তাদের কে এই ক্রেডিট কার্ড দেওয়া হবে বার্ষিক সুদের হারেl মাত্র ৪% সুদের হারে এই ক্রেডিট কার্ড দেওয়া  হবেl ১০ লক্ষ টাকা পর্যন্ত ক্রেডিট লিমিট দেওয়া হবে এই ক্রেডিট কার্ডে l 












Student Credit Card West Bengal(স্টুডেন্ট ক্রেডিট কার্ড পশ্চিমবঙ্গ ) Student Credit Card  West Bengal(স্টুডেন্ট  ক্রেডিট  কার্ড   পশ্চিমবঙ্গ ) Reviewed by Lucky on June 30, 2021 Rating: 5

বাড়িতে বসে আধার কার্ড করুন খুব সহজে

May 22, 2021

বাড়িতে বসে আধার কার্ড করুন খুব  সহজে

আধার কার্ড সংশোধন নামটা শুনলেই যেন একটা জটিল ব্যাপার মনে হয়,আর কেনই বা হবে না।তখন আপনি আধার কার্ড সংশোধন করতে তখনই এক বিরাট লাইন বা সময়ের অপেক্ষা করতে হয়েছে। কেননা সরকার এই আধার কার্ড সংশোধনের প্রক্রিয়াটিকে এমন কঠিন করে দিয়েছে যে অপেক্ষা করাটাই স্বাভাবিক। কিন্তু মানুষের এত সমস্যার দিকে লক্ষ্য রেখে আধার সংস্থা সংশোধনের কাজটিকে একে বারে সহজ করে দিয়েছে। এখন‌ বাড়ি থেকে বসে আধার কার্ড সংশোধন করা যাবে।তবে যাদের আধার কার্ডের সাথে মোবাইল নাম্বার যুক্ত রয়েছে তারাই এই সুবিধা উপভোগ করতে পারবে।

Aadhaar - Wikipedia

এর মাধ্যমে সাধারণ তথ্য যেমন নাম, অভিভাবক এর নাম, ইমেইল, মোবাইল নাম্বার ও ঠিকানা সংশোধন করা যাবে। এর জন্য কিন্তু আপনার আধার কার্ডের সাথে মোবাইল নাম্বার অবশ্যই যুক্ত থাকতে হবে।







 

বাড়িতে বসে আধার কার্ড করুন খুব সহজে বাড়িতে বসে আধার কার্ড করুন খুব  সহজে Reviewed by Lucky on May 22, 2021 Rating: 5

Best amazon deals

October 17, 2020
Best amazon deals Best amazon deals Reviewed by Lucky on October 17, 2020 Rating: 5

সুকান্ত ভট্টাচার্যের সিগারেট কবিতা PDF Download (Dailyminor.blogspot.com)

October 15, 2020

 

 কবিতা    : সিগারেট

 কবি         : সুকান্ত ভট্টাচার্য

কাব্যগ্রন্থ   : ছারপত্র 


আমরা সিগারেট।
তোমরা আমাদের বাঁচতে দাও না কেন?
আমাদের কেন নিঃশেষ করো পুড়িয়ে?
কেন এত স্বল্প-স্থায়ী আমাদের আয়ু?
মানবতার কোন্ দোহাই তোমরা পাড়বে?

আমাদের দাম বড় কম এই পৃথিবীতে।
তাই কি তোমরা আমাদের শোষণ করো?
বিলাসের সামগ্রী হিসাবে ফেল পুড়িয়ে?
তোমাদের শোষণের টানে আমরা ছাই হই
তোমরা নিবিড় হও আরামের উত্তাপে।

তোমাদের আরাম: আমাদের মৃত্যু।
এমনি ক'রে চলবে আর কত কাল?
আর কতকাল আমরা এমনি নিঃশব্দে ডাকব
আয়ু-হরণকারী তিল তিল অপঘাতকে?

দিন আর রাত্রি—রাত্রি আর দিন;
তোমরা আমাদের শোষণ করছ সর্বক্ষণ—
আমাদের বিশ্রাম নেই, মজুরি নেই—
নেই কোনো অল্প মাত্রার ছুটি।

তাই, আর নয়;
আর আমরা বন্দী থাকব না
কৌটোয় আর প্যাকেটে
আঙুলে আর পকেটে;
সোনা-বাঁধানো ‘কেসে’ আমাদের নিঃশ্বাস হবে না রুদ্ধ।
আমরা বেরিয়ে পড়ব,
সবাই একজোটে, একত্রে—
তারপর তোমাদের অসতর্ক মুহূর্তে
জ্বলন্ত আমরা ছিট্‌কে পড়ব তোমাদের হাত থেকে
বিছানায় অথবা কাপড়ে;
নিঃশব্দে হঠাৎ জ্বলে উঠে
বাড়িসুদ্ধ পুড়িয়ে মারব তোমাদের,
যেমন করে তোমরা আমাদের পুড়িয়ে মেরেছ এতকাল।।

_________________________________________________________

সুকান্ত ভট্টাচার্যের সিগারেট কবিতা PDF Download (Dailyminor.blogspot.com) সুকান্ত ভট্টাচার্যের  সিগারেট  কবিতা PDF Download (Dailyminor.blogspot.com) Reviewed by Lucky on October 15, 2020 Rating: 5

সুকান্ত ভট্টাচার্যের কাশ্মীর কবিতা PDF Download (Dailyminor.blogspot.com)

October 15, 2020

 

 কবিতা    : কাশ্মীর

 কবি         : সুকান্ত ভট্টাচার্য

কাব্যগ্রন্থ   : ছারপত্র 


সেই বিশ্রী দম-আটকানো কুয়াশা আর নেই
নেই সেই একটানা তুষার-বৃষ্টি,
হঠাৎ জেগে উঠেছে—
সূর্যের ছোঁয়ায় চমকে উঠেছে ভূস্বর্গ।

দুহাতে তুষারের পর্দা সরিয়ে ফেলে
মুঠো মুঠো হলদে পাতাকে দিয়েছে উড়িয়ে,
ডেকেছে রৌদ্রকে,
ডেকেছে তুষার-উড়িয়ে-নেওয়া বৈশাখী ঝড়কে,
পৃথিবীর নন্দন-কানন কাশ্মীর।

কাশ্মীরের সুন্দর মুখ কঠোর হল
প্রচণ্ড সূর্যের উত্তাপে।
গলে গলে পড়ছে বরফ—
ঝরে ঝরে পড়ছে জীবনের স্পন্দন:
শ্যামল আর সমতল মাটির
স্পর্শ লেগেছে ওর মুখে,
দক্ষিণ সমুদ্রের হাওয়ায় উড়ছে ওর চুল:
আন্দোলিত শাল, পাইন আর দেবদারুর বনে
ঝড়ের পক্ষে আজ সুস্পষ্ট সম্মতি।
কাশ্মীর আজ আর জমাট-বাঁধা বরফ নয়:
সূর্য-করোত্তাপে জাগা কঠোর গ্রীষ্মে
হাজার হাজার চঞ্চল স্রোত।

তাই আজ কাল-বৈশাখীর পতাকা উড়ছে
ক্ষুব্ধ কাশ্মীরের উদ্দাম হাওয়ায় হাওয়ায়;
দুলে দুলে উঠছে
লক্ষ লক্ষ বছর ধরে ঘুমন্ত, নিস্তব্ধ
বিরাট ব্যাপ্ত হিমালয়ের অসহিষ্ণু বুক।।


৷৷ ২ ৷৷

দম-আটকানো কুয়াশা তো আর নেই
নেই আর সেই বিশ্রী তুষার-বৃষ্টি,
সূর্য ছুঁয়েছে ‘ভূস্বর্গ চঞ্চল’
সহসা জেগেই চমকে উঠেছে দৃষ্টি।

দুহাতে তুষার-পর্দা সরিয়ে ফেলে
হঠাৎ হলদে পাতাকে দিয়েছে উড়িয়ে
রোদকে ডেকেছে নন্দনবন পৃথিবীর
বৈশাখী ঝড় দিয়েছে বরফ গুঁড়িয়ে।

সুন্দর মুখ কঠোর করেছে কাশ্মীর
তীক্ষ্ণ চাহনি সূর্যের উত্তাপে,
গলিত বরফে জীবনের স্পন্দন
শ্যামল মাটির স্পর্শে ও আজ কাঁপে।

সাগর-বাতাসে উড়ছে আজ ওর চুল
শাল দেবদারু পাইনের বনে ক্ষোভ,
ঝড়ের পক্ষে চূড়ান্ত সম্মতি—
কাশ্মীর নয়, জমাট বাঁধা বরফ।

কঠোর গ্রীষ্মে সূর্যোত্তাপে জাগা—
কাশ্মীর আজ চঞ্চল-স্রোত লক্ষ;
দিগ্‌দিগন্তে ছুটে ছুটে চলে দুর্বার
দুঃসহ ক্রোধে ফুলে ওঠে বক্ষ।


ক্ষুব্ধ হাওয়ায় উদ্দাম উঁচু কাশ্মীর
কালবোশেখীর পতাকা উড়ছে নভে,
দুলে দুলে ওঠে ঘুমন্ত হিমালয়
বহু যুগ পরে বুঝি জাগ্রত হবে।।

সুকান্ত ভট্টাচার্যের কাশ্মীর কবিতা PDF Download (Dailyminor.blogspot.com)  সুকান্ত ভট্টাচার্যের কাশ্মীর কবিতা PDF Download (Dailyminor.blogspot.com) Reviewed by Lucky on October 15, 2020 Rating: 5

সুকান্ত ভট্টাচার্যের অনুভব কবিতা PDF Download (Dailyminor.blogspot.com)

October 15, 2020

 

 কবিতা    : অনুভব 

 কবি         : সুকান্ত ভট্টাচার্য

কাব্যগ্রন্থ   : ছারপত্র 



অবাক পৃথিবী! অবাক করলে তুমি
জন্মেই দেখি ক্ষুব্ধ স্বদেশভূমি।
অবাক পৃথিবী! আমরা যে পরাধীন।
অবাক, কী দ্রুত জমে ক্রোধ দিন দিন;
অবাক পৃথিবী! অবাক করলে আরো—
দেখি এই দেশে অন্ন নেইকো কারো।
অবাক পৃথিবী! অবাক যে বারবার
দেখি এই দেশে মৃত্যুরই কারবার।
হিসেবের খাতা যখনি নিয়েছি হাতে
দেখেছি লিখিত—‘রক্ত খরচ’ তাতে;
এদেশে জন্মে পদাঘাতই শুধু পেলাম,
অবাক পৃথিবী! সেলাম, তোমাকে সেলাম



বিদ্রোহ আজ বিদ্রোহ চারিদিকে,
আমি যাই তারি দিন-পঞ্জিকা লিখে,
এত বিদ্রোহ কখনো দেখে নি কেউ,
দিকে দিকে ওঠে অবাধ্যতার ঢেউ;
স্বপ্ন-চূড়ার থেকে নেমে এসো সব—
শুনেছ? শুনছ উদ্দাম কলরব?
নয়া ইতিহাস লিখছে ধর্মঘট;
রক্তে রক্তে আঁকা প্রচ্ছদপট।
প্রত্যহ যারা ঘৃণিত ও পদানত,
দেখ আজ তারা সবেগে সমুদ্যত;
তাদেরই দলের পেছনে আমিও আছি,
তাদেরই মধ্যে আমিও যে মরি-বাঁচি।
তাইতো চলেছি দিন-পঞ্জিকা লিখে—
বিদ্রোহ আজ! বিপ্লব চারিদিকে।।

__________________________________________________________

সুকান্ত ভট্টাচার্যের অনুভব কবিতা PDF Download (Dailyminor.blogspot.com) সুকান্ত ভট্টাচার্যের অনুভব  কবিতা PDF Download (Dailyminor.blogspot.com) Reviewed by Lucky on October 15, 2020 Rating: 5
Powered by Blogger.