সেট পরীক্ষার প্রশ্নোত্তর 2022_Paper -II( Bengali) 2022_ সেট পরীক্ষার প্রশ্নোত্তর 2022 PDF Download_ SET Question Paper 2022_ SET Question and Answer 2022 PDF Download_10 Years SET Questiom Paper

January 31, 2022

 
                                 সেট পরীক্ষার প্রশ্নোত্তর 2022

                                    Paper -II( Bengali) 2022

                                             (হলুদ কালিতে হাইলাইট করা অপশন গুলি প্রশ্নের উত্তর)

                      

 

1. 'তিসি' শব্দের উৎস লিখুন l
    A) অতসী
    B) অতিসি   
    C) অতসী
    D) উপরের কোনোটিই নয়
 

2. 'পাদোদক' থেকে 'পাদক' কীসের উদাহরণ ?
   A) সমীভবন
   B) স্বরসঙ্গতি
   C) সমাক্ষর লোপ
   D) উপরের কোনোটিই নয়

 

3. উচ্ছারণে অ-কারের 'ও' কার প্রবণতা বাংলার যে উপভাষার লক্ষণ
    A) বরেন্দ্রি
    B) রাঢ়ী
    C) কামরূপী
    D) বঙ্গালী  
 

4. 'উচ্ছ্বাস' শব্দটি  ধ্বনি পরিবর্তনের যে  ধারার অন্তর্গত
    A) আংশিক সমীভবন
    B) পরাগত সমীভবন
    C) প্রগত সমীভবন
    D) অন্যোন্য সমীভবন
 

5.'জন্মান্তর' শব্দটি  যে সমাসের উদাহরণ
   A) দ্বিগু
   B) দ্বন্দ্ব
   C) নিত্য
   D) বহুব্রীহি

 
6."কাহেরি ঘিনি মেলি অচ্ছল কীস"  চর্যাগীতির এই পদটির  রচয়িতা
   A) কাহ্নু পা
   B) ভুসুকু পা
   C) লুই পা
   D) কুক্কুরী  পা
 

7."ভবনির্ব্বানে পড়হ মাদলা"
  'পড়হ' শব্দের অর্থ  হল
   A) পড়ো
   B) পট
   C) পটহ
   D) বাজনা
 

8."দেখিলোঁ প্রথম নিশী সপন সুন তোঁ বসী"- প্রথম রাত্রে রাধা স্বপ্নে দেখেছিলেন
   A) কৃষ্ণ আড়বাঁশি বাছছেন
   B) কৃষ্ণ আলিঙ্গন প্রার্থনা করছেন
   C) কৃষ্ণ মিলনে কাতর হয়েছেন
   D) কৃষ্ণ অধর চুম্বন করছেন
 

9."যে দেব স্মরণে পাপ বিমোচনে দেখিলোঁ হএ মুকতী"
  শ্রীকৃষ্ণকীর্তন কাব্যে এটি যার উক্তি
   A) রাধা
   B) কৃষ্ণ
   C) বড়ায়ি
   D) আইহন
 

10.মালাধর  বসু যে কারণে ভাগবত অনুবাদ করেছিলেন
    A) পিতার আদেশে
    B) গৌড়েশ্বরের নির্দেশে
    C)  লোক নিস্তার করতে
    D) পুণ্য অর্জনের জন্য
 

11.বিজয় গুপ্তের  মনসামঙ্গল কাব্যের নাম
    A) পদ্মপুরাণ
    B) পদ্মাপুরাণ
    C) মনসা বিজয়
    D) মনসা ভাসান
 

12. বিজয় গুপ্তের মনসামঙ্গল কাব্য রচনাকালে বাংলার শাসক ছিলেন
     A) রুকনুদ্দিন বরবক শাহ
     B) গণেশ
     C) হোসেন শাহ
     D) কংস নারায়ণ
 

13."কাঁচলি পাইলে এখন বেহুলা ঘরে যায়"-
 বিজয় গুপ্তের মনসামঙ্গলে বেহুলার কাঁচলি যিনি নির্মাণ করেন
    A) পদ্মাবতী
    B) বিশ্বকর্মা
    C) গঙ্গাদেবী
    D)  নেত
 

14. মুকুন্দ চক্রবর্তীর 'চন্ডীমঙ্গল'-এ ধনপতি ও খুল্লনার বিবাহের ঘকট ছিলেন
    A) জনার্দন
    B) মথুরেশ
    C) দনাই
    D) জয় দত্ত
 

15. ধনপতি বাণিজ্যের পরিকল্পনায় নারিকেলের বদলে যা পাবে আশা করেছিল
    A) লবঙ্গ
    B) শঙ্খ
    C) মাতঙ্গ
    D) গুয়া
 

16.'অন্নদামঙ্গল' কাব্যে বিষ্ণু হোড়ের গ্রামের নাম
    A) বড়গাছি
    B) বর্ধমান
    C) কদম্বগাছি
    D) কৃষ্ণনগর
 

17.'শ্রীচৈতন্যভাগবত'-এ ঈশ্বর পুরীর জন্মস্থান হল
   A) শ্রীহট্ট
   B) তেহট্ট
   C) কুমারহট্ট
   D) গয়াধাম
 

18.'শ্রীশ্রীচৈতন্যচরিতামৃত'-এ মধ্যলীলার যে পরিচ্ছেদে চৈতন্যদেব রূপ-সনাতনের নামকরণ করেছিলেন
     A) প্রথম
     B) পঞ্চম
     C) অষ্টম
     D) নবম
 

19. রায় রামানন্দ যে প্রেমকে 'সর্বসাধ্যসার' বলেছিলেন
     A) দাস্য
     B) সখ্য
     C) বাৎসল্য
     D) কান্তা
 

20. "চাহ মুখ তুলি রাই চাহ মুখ তুলি l
      নয়ান নাচনে নাচে হিয়ার পুতলি ll"
পদটির রচয়িতা হলেন
    A) চন্ডিদাস
    B) রায়শেখর
    C) বসু রামানন্দ
    D) জ্ঞানদাস 

21. পূর্বরাগ পর্যায়ে সর্বমোট 'দশা'-র সংখ্যা হল
     A) পাঁচ
     B) সাত
     C) নয়
     D) দশ
 

22. "ভালেতে অলকা দিল নাকেতে বেশর l
      বিদ্যুৎ বরণী বামা রূপের আকর ll "
কৃত্তিবাসের রামায়ণে এই বর্ণনা যে নারী সম্পর্কে
    A) সীতা
    B) কৈকেয়ী
    C) ইন্দুমতী
    D) সরমা
 

23. "মর্তলোকে যদি বহে প্রবাহ গঙ্গার l
       তবে  সে তোমার বংশ হইবে উদ্ধার ll"
 কপিল মুনি যাকে  একথা  বলেছিলেন
   A) সাগর রাজা
   B) ভগীরথ
   C) অংশুমান
   D) রুহিদাস
 

24. দ্রোণের শিক্ষাদানে যুধিষ্ঠির যে বিদ্যা শ্রেষ্ঠ হয়েছিলন
     A) অসিযুদ্ধ
     B) রথচালনা
     C) গুপ্ত অস্ত্রের প্রয়োগ
     D) মল্লযুদ্ধ
 

25."...ভাল ভাল বস্ত্র বীর বাছিয়া লইল''
 কে বস্ত্র বেছে নিল   ?
   A) দুঃশাসন  
   B) কীচক
   C) কর্ণ
   D) উত্তর
 

26."তোমার বিশিখঘাত    গরল সন্ধান তাত
                 যেন বিষ বেড়ায় শরীর ll" 
---এমন অবস্থা কার হয়েছে ?
   A) লোর
   B) বামন
   C) স্বর্ণষ্ঠীব
   D) মিত্রকন্ঠ
 

27. "সুন্দরি তব চিত্ত নিষ্ঠুর পাসান l
       কুলিশ না ভেদে কিএ পঞ্চশর বাণ ll"
     কার প্রতি কার উক্তি
    A)চন্দ্রানীর প্রতি বুদ্ধিশিখার
    B) চন্দ্রানীর প্রতি লোরের
    C) ময়নাবতীর প্রতি মালিনীর
    D) ময়নার ছাতনকুমারের
 

28."ওহে হয় গঙ্গাধর, কর অঙ্গীকার, যাই আমি জনক-ভবনে l "
পদটির রচয়িতা
    A) রামপ্রসাদ
    B) দাশরথি রায়
    C) রাজা রামকৃষ্ণ
    D) কমলাকান্ত ভট্টচার্য
 

29. রামপ্রসাদের এই পদে বৈষ্ণব ও শাক্ত ভাবনার একীকরণ দেখা যায় :
     A) হৃদয়-রাস-মন্দিরে দাঁড়া মা ত্রিভঙ্গ হয়ে
     B) যশোদা নাচাতো গো মা বলে নীলমণি
     C) (আমার) মা নয় সামান্য মেয়ে
     D) জান না রে মন, পরম কারণ, কালী কেবল মেয়ে নয়
 

30. "আসমানে তারার মধ্যে পূর্ণ মাসীর চান ll"
 যার সম্পর্কে বলা হয়েছে--
    A) নদের চাঁদ
    B) মহুয়া
    C) সুজন বেদে
    D) পালং সই
 

31. কেনারামের বাবার নাম
    A) বলরাম
    B) রামরাম
    C) খেলারাম
    D) বেচারাম
 

32. মেঘনাদধাত্রী কে ছিলেন  ?
    A) বারুনী
    B) প্রভাষা
    C) মুরলা
    D) সুরমা
 

33. "অদেয় জগতে মন্দোদরীর নন্দন, দেবেন্দ্র l"-- কে বলেছে ?
     A) রমা
     B) ইন্দ্রা
     C) সীতা
     D) উমা
 

34. 'সাধের আসন' কাব্যের অষ্টম স্বর্গে কিন্নর গীতিতে যে রাগের উল্লেখ আছে
    A) ললিত
    B) ভৈরবী
    C) কালাংড়া
    D) বিভাস
 

35. "সে কেন জলের মতো ঘুরে ঘুরে একা কথা কয়,"- যে কবিতার পঙক্তি
    A) চেতন স্যাকরা
    B) সর্বহারা
    C) বোধ
    D) শিকার
 

36."বৃষ্টির আগে ঝড়, বৃষ্টির পর বন্যা" যে কবিতার পঙক্তি
     A) মেঘদূত  
     B) মহুয়ার দেশ
     C) বোধ
     D) ঘোড়সওযার
 

37." অনাত্মীয় নব্য প্রতিভাস-
      তবু জেনো আমরাই চেনা"- যে কবির রচনা 
    A) সময় সেন
    B) বিষ্ণু দে
    C) সুভাষ মুখোপাধ্যায়
    D) কাজী নজরুল ইসলাম

38. সুধীন্দ্রনাথ দত্তের 'যযাতি' কবিতায় যে ফরাসি কবির উল্লেখ রয়েছে
     A) বোদলেয়ার
     B) মালার্মে
     C) র্র্যাবো
     D) এলুয়ার
 

39."মোর ডাইনে শিশু সদ্যোজাত জরায় মোর বামপাশে l"
   প্রাসঙ্গিক কবিতার নাম
     A) বিদ্রোহী
     B) সর্বহারা
     C) পূজারিণী
     D) আজ সৃষ্টি সুখের উল্লাসে
 

40."অনন্ত কুয়ার জলে চাঁদ পরে আছে," - কবিতায় কবি নবান্নের দিন যে গাছের চারা নিয়ে যেতে চেয়েছেন
     A) শেফালি
     B) কদম
     C) সূর্যমুখী
     D) গন্ধরাজ
 

41. "এঁরা বর্ণচোরা আঁব, এদের চেনা ভার, না পারেন হেন কর্মই নাই" 'হুতোম প্যাঁচার নকশা' গ্রন্থে মন্তব্যটি করা হয়েছে যাদের সম্পর্কে
    A) চৌকিদার
    B) আরদালি
    C) দালাল
    D) ছুতোর
 

4২. 'বিষবৃক্ষ' উপন্যাসে যে পরিচ্ছেদে নগেন্দ্র-কুন্দনন্দিনীর বিবাহ সম্পন্ন হয়েছিল
     A) ষোলো
     B) চব্বিশ
     C) ছাব্বিশ
     D) আঠাশ
 

43. "বুড়ি বলিল, 'হ্যাঁ, তুমি আমাদের মা ঠাকুরানী'...l"-
  মা 'ঠাকুরানী' কে ?
     A) কুন্দ
     B) সূর্যমুখী
     C) কলমমনি
     D) হীরা
 

44. শ্রীকান্তের মেজদা এন্ট্রান্স ফেল করেছে যতবার
    A) একবার
    B) দুইবার
    C) তিনবার
    D) চারবার
 

45."....'ঠাকুরদাকে পুলিশে দেওয়া উচিত'
   সর্বনাশ ! শশী এ সব বলে কি ?"
'ঠাকুরদা' কে ?
    A) যাদব
    B) নিতাই
    C) যামিনী কবিরাজ
    D) মতির বাবা
 

46."এই সময় নবাগত জ্ঞাতিপুত্র নীরেন আসিয়া পড়াতে কথাবার্তা বন্ধ হইল l"-কারা  কথা বলছিল ?
      A) তমরেজের বৌ ও দীনু  ভটচায্যি
      B) তমরেজ ও নীরেন
      C) তমরেজ ও অন্নদা
      D) তমরেজ ও গোকুল
 

47. বিজয়নগর রাজ্যের প্রতিষ্টা করেছিল সঙ্গম বংশীয় যে দুই ভাই
     A) রবি ও শশী
     B) রামচন্দ্র ও দেবচন্দ্র
     C) হরিহর ও বুক্ক
     D) ভানুদেব ও চন্দ্রদেব
 

48. তিতাস নদী থেকে  বিজয় নদীর দূরত্ব হল
     A) বারো  মাইল
     B) তেরো মাইল
     C) চোদ্দো মাইল
     D) পনেরো মাইল
 

49. 'প্রথম প্রতিশ্রুতি' উপন্যাসে শঙ্করীর মেয়ের নাম ছিল
     A) সুরমা
     B) সুহাস
     C) সুনীতি
     D) সরমা
 

50. রেঙ্গুনে থাকবার সময়ে যে জায়গার কোনো স্মৃতিই ভুবনবাবুর প্রায় ছিল না
     A) দণ্ডকারণ্য
     B) বজ্র্রযোগিনী
     C) হলুদমোহন
     D) কোটালিপাড়া

 

51."মাথার উপর দিয়ে এক ঝাঁক হলুদ পাখি উড়ে গেল l" কোন পাখি উড়ে গেলো ?
    A) বসন্ত বউরি
    B) বারবেট
    C) বানটিং
    D) মিনিভেট
 

52. 'ঢোঁড়াইচরিত মানস'-এ দ্বিতীয় চরণে প্রথম কাণ্ডের নাম
      A) সাজিয়া কান্ড
      B) রামিয়া কান্ড
      C) বাল কান্ড
      D) লঙ্কা কান্ড
 

53. "...হঠাৎ ট্রেন? জাবি কোথায় ?' প্রশ্ন করে বাসুদেব l" যাকে প্রশ্ন করা হয় :
      A) অর্জুন
      B) যতীন
      C) যতীশ
      D) নলিন
 

54. 'বিমল করের  ইঁদুর' গল্পটি যে পত্রিকায় প্রথম প্রকাশিত হয়েছিল :
      A) দেশ
      B) সোপান
      C) উত্তরসূরী
      D) চতুরঙ্গ
 

55. "মিসেস টোডি, আপনার ছোট মেয়েকে দুরস্ত করা আমার সাধ্য নয় l"- কে বলেছে ?
     A) জোছনা
     B) ছলনা
     C) গীতা
     D) বন্দনা
 

56."নায়ক নায়িকার দ্বিতীয় মিলন এমনি করিয়াই হইল l" -নায়ক নায়িকার নাম হল
     A) অভয় ও বাতাসী
     B) অঘোর ও রজনী
     C) অজয় ও বাতাসী
     D) অজয় ও সরমা
 

57."কম বয়সে তার আস্থা নেই l বিশ্বাস নেই যৌবনকে l"-এটি যার ভাবনা--
    A) মাজুখাতুন
    B) মোতালেফ
    C) ফুলজান
    D) নাদির শেখ
 

58."বড়োবাবু সীতানাথের জেষ্ঠ্য পুত্র"--তার নাম
    A) শ্র্রীকান্ত
    B) শ্রীনিবাস
    C) শ্রীধর
    D) শ্রীপতি
 

59."ওটা যে ফাসটোকেলাস গো" - 'শ্রীপতি সামন্ত' গল্পে এই উক্তিটি যার
     A) শ্রীপতি সামন্ত
     B) কালীকিঙ্কর
     C) শ্যামাপদ
     D) স্টেশনের ছোটবাবু
 

60. "...'কে তুমি ?'
       ;তোমার সহোদর চিনতে পারছ না ?..."
যাদের  মধ্যে কথোপকথন হয়েছে :
    A) জনা ও অগ্নি
    B) জনা  ও উলুক
    C) উলুক ও স্বাহা
    D) স্বাহা ও  অগ্নি

61. "ওলো তোর নিত্যি নতুন ঢং
       বালাই বালাই, ছাই মুখে তোর একই আবার  রংl"
এই কথা যাকে বলা হয়েছে -
    A) মদনমঞ্জরী বসন্ত- কে
    B) বিষুদক অগ্নি কে
    C) প্রবীর মদনমঞ্জরী-কে
    D) জনা মদনমঞ্জরী-কে
 

62. "দোহাই সাহেবের, আমি চুরি করিনি, আমাকে ছেড়ে দেও--
       দোহাই ধর্ম্ম-অবতার, আমি ও টাকা চাইনে"
'একেই কি বলে সভ্যতা ?' -য় কার সংলাপ ?
    A) নববাবু
    B) কালীবাবু
    C) বাবাজী
    D) মাতাল
 

63. "কেন দেখব ? বেল পাকলে কাকের  কি ?"
'টিনের তলোয়ার নাটকে যাঁর উক্তি -
    A) মেথর
    B) বেণীমাধব
    C) ময়না
    D) প্রিয়নাথ
 

64. "আমি শাস্ত্র মানি না : আমার ধর্মের নাম .... "
    কর্ণ তাঁর ধর্মের নাম যা বলেছিলেন--
     A) দানব্রত
     B) মনুষ্যত্ব
     C) পৌরুষ
     D) কৃতজ্ঞতা
 

65. 'সাহাজান' নাটকটি যাঁকে  উৎসর্গ করা হয়েছে
      A) রামমোহন রায়
      B) বেথুন সাহেব
      C) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
      D) বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
 

66. 'সাহাজান' নাটকের শেষ  সংলাপটি যাঁর -
      A) সাজাহান
      B) জাহানারা
      C) ঔরঙ্গজীব
      D) জহরৎ উন্নিসা
 

67."দুই চকের মাথা খাই মা, আমি কিছুই শুনি নি !
    ধ'রে নিয়ে গেছে ? সে কি ?"
 --উক্তিটি কার ?
     A) কৃষ্ণমনি
     B) রাধামনি
     C) নূরন্নেহার
     D) আমিরণ
 

68."মুরজবীনাসঙ্গিনী স্ত্রী কণ্ঠগীতি "--বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় কার গান প্রসঙ্গে একথা বলেছেন ?
      A) বিদ্যাপতি
      B) জয়দেব
      C) গোবিন্দদাস
      D) চন্ডিদাস
 

69. 'বড়বাজার' -এ কমলাকান্ত 'বাঙ্গালা সাহিত্য -র দোকানে কী  বিক্রি হতে দেখলেন
      A) অমৃত ফল
      B) অপক্ক কদলী
      C) আনারস
      D) পীচ ফল
 

70. "তাঁর রচনায় সামাজিক রাজনৈতিক বিদ্রোহ আছে, কিন্তু সাহিত্যিক বিদ্রোহ নেই l" - কার সম্পর্কে বুদ্ধদেব বসুর এই মন্তব্য ?
      A) বিষ্ণু দে
      B) নজরুল ইসলাম
      C) সতেন্দ্র্যনাথ দত্ত
      D) সুভাষ মুখোপাধ্যায়
 

71.'প্রবাসী' সম্পাদনায় সহযোগিতা করেছিলেন যিনি
      A) চারুচন্দ্র বন্দ্যোপাধ্যায়
      B) হেমেন্দ্রকুমার রায়
      C) হেমেন্দ্রপ্রসাদ  ঘোষ
      D) সুরেশচন্দ্র সমাজপতি
 

72. রাসসুন্দরী দেবীর শ্বশুরবাড়ি যেখানে ছিল
      A) রামদিয়া
      B) গাওদিয়া
      C) পোতাজিয়া   
      D) রামজিয়া
 

73."ললিত বাবু পন্ডিতি বাংলার উপর বিশেষ নারাজ l" -যে প্রবন্ধ থেকে উল্লেখেতি তাঁর রচয়িতার নাম
      A) প্রথম চৌধুরী
      B) অন্নদাশঙ্কর রায়
      C) বুদ্ধদেব
      D) স্বামী বিবেকানন্দ
 

74. "বোদলেয়ারের বিরুদ্ধে আমার সবচেয়ে বড়ো নালিশ এই যে তিনি প্রতিভাবান কবি অথচ তাঁর আশ্চর্য প্রতিভা ক্ষয় করেছেন নিজের এবং আমাদের সকলের সর্বনাশ ঘটাতে l"--
কে এই মন্তব্য করেছেন  ?
      A) বুদ্ধদেব বসু
      B) বিষ্ণু দে
      C) আবু সয়ীদ আইয়ুব
      D) রবীন্দ্রনাথ ঠাকুর
 

75.'বইপড়া' প্রবন্ধে লেখক সাহিত্যচর্চার জন্য যার প্রয়োজনের কথা বলেছেন
    A) বৈঠকখানা
    B) জাদুঘর
    C) লাইব্রেরি
    D) আড্ডা
 

76."আমরা শিখি ইংরেজি, লিখি বাংলা , মধ্যে থাকে সংকৃতের ব্যবধান " - কোন প্রত্রিকার মুখপাত্রে এই মন্তব্য করা হয়েছে ?
    A) বঙ্গদর্শন
    B) প্রবাসী
    C) সবুজপত্র
    D) কল্লোল
 

77." তবে তাই লোহা সাথে, তবে তাই করো আজি দান"-- উদ্ধৃতাংশটি কোন  কবিতায় আছে ?
    A) সাধনা
    B) অন্তর্যামী
    C) আবার ফিরাও মোরে
    D) জীবনদেবতা
 

78."বয়স যখন অল্প ছিল
  কর্তব্যের বেড়ায় ফাঁক ছিল যেখানে সেখানে l"-
 --কোন কাব্য গ্রন্থের কবিতা ?
    A) চিত্রা
    B) পুনশ্চ
    C) নবজাতক
    D) উপরের কোনোটিই নয় 

79."নীলশৈলের গায়ে ...
দেখি লুকোচুরি খেলে মেঘ আর রোদ্দূর "
'নবজাতক' কাব্যগ্রন্থের এই কবিতায় যে স্থানের পাহাড়ের কথা বলা হয়েছে
    A) ডালহৈসি
    B) দার্জিলিং
    C) মোরাবাদি 
    D) মংপু
 

80."ওর ঐ  লম্বা গড়নটি আমাকে মুগ্ধ করে; যেন প্রাণের ফোয়ারার ধারা" -- যার ভাবনা
    A) শ্রীবিলাস
    B) শচীশ
    C) সন্দীপ
    D) নিখিলেশ
 

81.ননিবালা বিধবা মায়ের সঙ্গে যেখানে আশ্রয় নিয়েছিল
    A) মামার বাড়িতে
    B) শচীশের বাড়িতে
    C) শ্রীবিলাসের বাড়িতে
    D) দামিনীর বাড়িতে
 

82.'নিশীথে গল্পে দক্ষিণাচরণের দ্বিতীয় স্ত্রীর নাম হল
     A) সুরমা
     B) বিভা
     C) ইলা
     D) মনোরমা
 

83."পতিব্রতা স্ত্রী চাও যদি আগে ব্রতের মিল করাও" কথাটি যিনি বলেছেন
     A) নন্দকিশোর
     B) সোহিনী
     C) অধ্যাপক
     D) রেবতী
 

84."আর বলতে হবে না দাদা l কিন্তু দশ দিকে তো আমরা এ-সব রং গন্ধ দেখতে পাই নে" -বক্তা কে ?
     A) প্রথম শোনপাংশু
     B) দ্বিতীয় শোনপাংশু
     C) প্রথম দর্ভক
     D) পঞ্চক
 

85.'মুক্তধারা ' নাটকে ফুলওয়ালী কোথা থেকে আসত ?
    A) ফুলতলি 
    B) উত্তরকূট
    C) দেওগ্রাম
    D) দেওতলি 
 

86.'সাহিত্যের পথে' গ্রন্থে 'অয়মহং ভঃ' বলতে রবীন্দ্রনাথ বলেছেন
   A) আমাকে গ্রহণ করো
   B) আমাকে প্রতিষ্ঠা দাও
   C) আমাকে ত্যাগ করো
   D) আমাকে দেখো
 

87.'জাপান যাত্রী'- তে কোন শহর প্রসঙ্গে ইরাবতী নদীর কথা এসেছে ?
    A) রেঙ্গুন
    B) টোকিও
    C) সিংগাপুর
    D) হংকং
 

88."বাংলা কত উদ্ভট গানই তাঁহার মুখস্ত ছিল"- কার কথা বলা হয়েছে ?
     A) শ্রীকণ্ঠ সিংহ
     B) অক্ষয়চন্দ্র চৌধুরী
     C) কিশোরী চাটুজ্যে
     D) জ্যোতিন্দ্রনাথ ঠাকুর
 

89."ও যেন বৃষ্টি নয়
কোনো বিরহিনী দিগবধূর  অশ্রান্ত ক্রন্দন l"
এটি কোন অলংকারের দৃষ্টান্ত ?
    A) উৎপ্রেক্ষা
    B) অপহ্নুতি
    C) অতিশয়োক্তি
    D) রূপক        

 90."আমি নইলে মিথ্যা হ'ত সন্ধ্যাতারা ওঠা
     মিথ্যা হ'ত কাননে ফুল ফোটা " -- এটি যে অলংকার---
   A) রূপক
   B) সন্দেহ
   C) অতিশয়োক্তি
   D) উপমা
 

91. "ও পারেতে সোনার কুলে আঁধার মুলে কোন মায়া  গেয়ে গেল কাজ-ভাঙানো গান "
 এটি যে ছন্দ--
     A) দলবৃত
     B) অক্ষরবৃত্ত
     C) মাত্রাবৃত্ত্ব
     D) মুক্তক
 

92."ভূতের মতন চেহারা যেমন নির্বোধ অতি ঘোর
      যা কিছু হারায় গিন্নি বলেন কেষ্ঠা বেটাই চোর l"
এটি যে ছন্দ--
   A) শ্বাসঘাতপ্রধান
   B) ধ্বনিপ্রধান
   C) তানপ্রধান
   D) মুক্তক  
 

93.ধ্বনিকে প্রতিষ্ঠা দেন
    A) আচার্য ভরত
    B) আনন্দবর্ধন
    C) ভট্টলোল্লট
    D) অভিনবগুপ্ত
 

94. 'ক্রোধ' ভাবটি কোন রসে পরিণত হয় ?
   A) ভয়ানক
   B) বীর
   C) রৌদ্র
   D) বীভৎস
 

95. রীতিবাদের প্রবক্তা
   A) আনন্দবর্ধন ও কুন্তক
   B) ভট্টশঙ্কুক ও ভট্টলোল্লট
   C) দন্ডী ও বামন
   D) ভামহ  ও ভরত
 

96. 'হরিপ্রিয়া প্রকরণ' উজ্জ্বলনীলমনি'র
    A) দ্বিতীয় অধ্যায়ভুক্ত
    B) তৃতীয় অধ্যায়ভুক্ত
    C) সপ্তম অধ্যায়ভুক্ত
    D) অষ্টম অধ্যায়ভুক্ত
 

97.সাধনপরা, দেবী এবং নিত্যপ্রিয়া হল
   A) পরোঢ় নায়িকার ভাগ
   B) যৌথিকী  নায়িকার ভাগ    
   C) শ্রুতিচরী  নায়িকার ভাগ
   D) অযৌথিকী  নায়িকার ভাগ

98. যে নায়িকা অপরাধী প্রিয়কে  উপহাসসহ বক্রোক্তি করেন তিনি হলেন
   A) ধীরা নায়িকা
   B) অধীরা নায়িকা
   C) ধীরমধ্যা নায়িকা
   D) অধীরামধ্যা নায়িকা
 

99. 'পোয়েটিক্স'-এ কোন শিল্প-প্রকরণের কথা বলা হয়নি ?
   A) ট্রাজেডি
   B) কমেডি
   C) মহাকাব্য
   D) উপন্যাস
 

100. ট্রাজেডির অন্তরঙ্গ উপাদানের মধ্যে দুটি
    A) কাহিনী ও চরিত্র
    B) ভাষা ও দৃশ্য
    C) সংগীত ও দৃশ্য
    D) ভাষা  ও সংগীত



সেট পরীক্ষার প্রশ্নোত্তর 2022_Paper -II( Bengali) 2022_ সেট পরীক্ষার প্রশ্নোত্তর 2022 PDF Download_ SET Question Paper 2022_ SET Question and Answer 2022 PDF Download_10 Years SET Questiom Paper সেট পরীক্ষার প্রশ্নোত্তর 2022_Paper -II( Bengali) 2022_  সেট পরীক্ষার প্রশ্নোত্তর 2022 PDF Download_ SET Question Paper 2022_ SET Question and Answer 2022 PDF Download_10 Years SET Questiom Paper Reviewed by Lucky on January 31, 2022 Rating: 5

২০২২ সালের সেট পরীক্ষার প্রশ্নোত্তর

January 15, 2022

        ২০২২ সালের সেট পরীক্ষার প্রশ্নোত্তর

                                                          Paper-1 (General)

1) নিন্মলিখিতগুলির মধ্যে কোন ধরনের গবেষণা পদ্ধতি ভূয়োদর্শনলব্ধ তথ্যের ওপর নির্ভরশীল নয় ?
      A) নৃতাত্ত্বিক গবেষনা
      B) প্রপঞ্চবিজ্ঞান ভিত্তিক গবেষণা
      C) দর্শনশাস্ত্র ভিত্তিক গবেষণা
      D) পরীক্ষামূলক গবেষনা
2)  যে বিধি বা আইন দ্বারা সমসাময়িককালে পৃথিবীর বিভিন্ন জায়গায় ব্যক্তিগত এবং প্রাতিষ্ঠানিক তথ্য সুরক্ষা করা হয় তার নাম-
      A) গ্লোবালডাটা প্রটেকশান  রেগুলেশন
      B) ইন্টেলেকচুয়াল প্রপার্টি রেগুলেশান
      C) জেনারেল ডাটা প্রটেকশান রেগুলেশান
      D) ইন্টারন্যাশনাল পেটেন্ট ল এন্ড রেগুলশান 

3)  একটি Sampling Frame  হল-
      A) একটি Survey  পরিকল্পনা করার জন্য বিভিন্ন পদক্ষেপের সারসংক্ষেপ I
      B) Sample এর মধ্যে সমস্ত মুখ্য clusters  of  unit এর রূপরেখা I
      C) Population  এর সমস্ত unit এ তালিকা যেখান থেকে একটি sample নির্বাচন করা হয় I
      D) একটি Wooden Frame যার সাহায্যে random নম্বর প্রকাশ করা I

4) 1992 সালে সাংবিধানিকভাবে ভারতে স্বীকৃতিপ্রাপ্ত পঞ্চায়েতি রাজ প্রথায় কয়টি ধাপ আছে ?
      A) দুই
      B) তিন
      C) চার
      D) পাঁচ

5)  যে পর্যবেক্ষন একটি শ্রেণি বা কতকগুলি জীব বা উদ্ভিদের উপর বছরের পর  বছর বা  যুগের পর যুগ নিরবিচ্ছিন্নভাবে বা বারবার করা হয় তা হল
     A) ক্রস সেক্সেনাল স্টাডি
     B) সেনসাস  স্টাডি
     C) লঙ্গিটিউডিনাল স্টাডি
     D) ডেসক্রিপটিভ স্টাডি 

6)  সম্পর্ক বুঝে প্রশ্নবোধক (?) স্থানে কোন শব্দ বসবেন খুঁজে নিন l
    (?) : ALKLO : : WUOLD : তলড়িয়া
    A) DONOR
    B) CONES
    C) BARGE
    D) BLOCK 

7) ৭) জুলাই 2021 সালে NEP 2020 এক বাঁচার পূর্ণ হাতে ভারত সরকারের সিদ্ধান্ত ঘোষণা করা হয়েছে যে ইনিজিনিয়ারিং ডিগ্রি শিক্ষা পাঁচটি ভারতীয়  ভাষায় দেওয়া হবে যে ভাষাটি ইনিজিনিয়ারিং শিক্ষায় শিক্ষিত করা হবে, সেই ভাষাটিকে চিহ্নিত করুন  
    A) অসমীয়া
    B)উড়িয়া
    C) মৈথিলী
    D) বাংলা 

8) এই ক্রমে পরবর্তী সংখ্যাটি কি ?
    4,20,35,49,62,74 ?

    A) 79
    B) 81
    C) 85
    D) 91
 

9) শারীরিক ভাষা অঙ্গভঙ্গি ভাবভঙ্গি মুখভঙ্গি এবং দৈহিক সঞ্চালন এই অধ্যায়নকে বলা হয়
    A) প্রক্সেমিক্স
    B) ভোক্যালিক্স
    C) হ্যাপটিক্স
    D) কাইনেসিক্স 

10) যদি BUREAUCRATIK    শব্দের প্রথম ও সপ্তম অক্ষর অদলবদল করা হয় আবার দ্বিতীয়  ও অষ্টম অক্ষর অদলবদল করা হয় এবং এইভাবে এগিয়ে যাওয়া যায় তাহলে নতুন শব্দের বাঁদিক থেকে পঞ্চম অক্ষরটি কি হবে

    A)  T
    B)  I
    C)  C
    D)   

11) নিন্মলিখিত কোন শব্দটি ব্যঞ্জনার্থক নয় ?
    A) রুপোলি দ্যুতি
    B) ম্যাচ-ফিসিং
    C) উইলো-গেম
    D) গ্রিসড উইথ গ্রিড 

12) লেখকদের  মত অনুসারে The Board of  Control  For Cricket in  India  
    A) খেলোয়াড়দের ড্রাগ টেস্টে অনিচ্ছুক ছিল l
    B) NADA-র কোনো শর্ত পালনেই অনিচ্ছুক ছিল i
    C) ক্রীড়ামন্ত্রকের দ্বারা NADA-র শর্ত পালনে বাধ্য হয়েছিল l
    D) নিজেদের খেলোয়াড়দের সম্পর্কে অতিমাত্রায় রক্ষণাত্মক ছিল l
 

13) নিন্মলিখিত কোন ধারণাটি অনুচ্ছেদে দেওয়া হয়নি ?
     A) ক্রীড়াবিদরা সুশৃঙ্খল হবেন l
     B) ক্রীড়াবিদরা জেতার জন্য সব উপায় গ্রহণ করবেন l
     C) ক্রীড়াবিদরা কোনো নিয়ম মানেন না l
     D) ক্রীড়াবিদরা সৎ হবেন এবং সমস্ত নিয়ম মানবেন l
 

14) মানুষের  আচরণ সম্পর্কে লেখকের ধারণাকে সমর্থন করে নিন্মলিখিত কোন বিষয়টি ?
       A) যা আদর্শ তা মানুষের আচরণে সর্বদা প্রযুক্ত হবে, এমন নাও  হতে পারে l
       B) মানুষ সাধারণত সৎ ও আদর্শবাদী l
       C) মানুষ দ্বায়িত্বজ্ঞানহীন এবং তাকে শৃঙ্খলাপরায়ণ করা উচিত l
       D) মানুষের আচার অননুমেয় l
 

15) নিচের কোন বিষয়টি অনুচ্ছেদে উল্লেখিত 'বেহেমত' এর সঙ্গে অর্গগত ভাব প্রায় সদৃশ ?
       A) একটি বৃহৎ এবং বিঘ্নকারী সংস্থা
       B) একটি সরকারি সংস্থা
       C) একটি বৃহদায়তন সংস্থা
       D) একটি ক্রীড়া -নিয়ামক সংস্থা
 

16) নিন্মে চারটি বক্তব্য দেওয়া হল :
    1. 1854 সনে ভারতে প্রথম তিনটি বিশ্ববিদ্যালয় স্থাপিত হয় l
    2. প্রাক্ স্বাধীনতা যুগে ভারতে শিক্ষার প্রসার ছিল মন্থর l
    3. Macaulay-র কার্যবিবরণী ভারতে যথাযত শিক্ষার উন্নতির অন্তরায় ছিল l
    4. 1906 সালে জাতীয় কলেজ স্থাপিত হয়েছিল মতিলাল ঘোষের অধ্যক্ষপনায় যেখানে ভারতীয় কলা, সাহিত্য ও দর্শনের শিক্ষা দেওয়া হত l
 
    নিচের বক্তব্য গুলির মধ্যে সঠিক হলো
        A) 1,2 এবং 3 সঠিক
        B) 2,3 এবং 4 সঠিক
        C) 2 এবং 3 সঠিক
        D) 1 এবং 4 সঠিক

17) সাসটেইনেবল ডেভেলপমেন্ট গোলস্ (SDGs)-এ মোট কয়টি লক্ষ্য আছে
     A) 37
     B) 27
     C) 17
     D) 7

18) নিচে শিক্ষাদান পরকীয়ার বিভিন্ন ধাপ দেওয়া আছে l এই ধাপগুলোকে সঠিক ক্রমে শুরু থেকে শেষ পর্যন্ত সাজাতে হবে ও নিচে দেওয়া বিকল্প থেকে শুদ্ধ উত্তর বেছে  নিতে হবে :
     i) পূর্ববর্তী এবং সমসাময়িক জ্ঞানের সম্বন্ধ স্থাপন করা
    ii) মূল্যায়ন
   iii) পুনরায় শিক্ষাদান
   iv) উদ্দেশ সূত্রবদ্ধ করা
    v) উপাদান স্থাপন করা
      সূত্র :
       A) (i),
(ii), (iii), (vi), (v)
       B) (i), (ii), (iii), (iv), (v)
       C)
(i), (ii), (iii), (iv), (v)      
       D)
(i), (ii), (iii), (iv), (v)

১৯) সুলতান আহমেদ এবং কাশিম প্রত্যেকে 20000  টাকা দিয়ে একটা ব্যবসা শুরু করল l 5 মাস পরে সুলতান 5000 টাকা এবং আহমেদ 4000 টাকা তুলে নিল l কাশিম 6000 টাকা ব্যাবসায় নিয়োগ করল l বছর শেষে 69900 টাকা লাভ করল l তিন জনের লভ্যাংশের পরিমান হল

    A) 20.500.00 টাকা, 21.200.00 টাকা, 28.200.00 টাকা
    B) 21.200.00 টাকা, 25.000.00
টাকা, 23.700.00 টাকা
    C) 20.500.00 টাকা, 20.400.00 টাকা, 29.000.00 টাকা

    D) 21.600.00 টাকা, 26.200.00 টাকা, 22.100.00 টাকা                                                                                                                                                        


20) Apple Inc-এর যে ভার্চুয়াল assistant-এর সাহায্যে reminders, take notes, set alarms ও অন্যান্য কাজ পাওয়া যায় তার নাম  
     A) Alexa
     B) SIRI
     C) Echo
     D) Google  Home

21) নিচে দেওয়া ক্রমে পরবর্তী সংখ্যাটি কী ?
  2, 1, 1/2 1/4, 1/8 ?
     A) 1/3
     B) 3/48
     C) 2/24
     D) 1/4
 

 22) কৃতিত্ব পরীক্ষা সাধারণত কী কারণে ব্যাবহৃত হয় ?
    A) নির্দিষ্ট কাজের জন্য প্রার্থী বাছাই করতে l
   B) কোনো পাঠ্যক্রমের জন্য প্রাথরি চয়ন করতে l
   C) শিক্ষার্থীদের সামর্থ এবং দুর্বলতা শনাক্ত করতে l
   D) শিক্ষার পর জ্ঞান অর্জনের পরিমান মূল্যায়ন করতে l
 

23) একটি পরীক্ষার ৪টি প্রশ্নপত্রের I, II,III,ইভ জন্য ৪ জন ছাত্র W,X,যা এবং Z-এর  নম্বর 100-এর মধ্যে নিন্মে দেওয়া হল
            ছাত্র                      প্রশ্নপত্র
                     (I)     
(II)     (III)     (IV)

            W    60      81      45     55
             X    59      43      51     55
             Y    74      60      71     65
             Z    72      76      58     68
উপরের চার ছাত্রের মধ্যে কার গড় নম্বর 60-65-এর মধ্যে আছে ?
     A)   X
     B)   Y
     C)  W
     D)  Z

24) NKN যা ভারতীয় শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে  Unified High Speed  network  backbone  দেয় তাই পূর্ণরূপ হল
    A) New Knowledge  Network
    B) National  Knowledge  Network
    C) National  Kilo-byte(KB) Network
    D) Nation-wide  Knowledge  Network


25) কোন সময়ে ভারতবর্ষে গুরুকুল প্রথায় শিক্ষা প্রদানের উন্নয়ন হয় ?
     A) বেদ-উপনিদের কালে
     B) মৌর্য কালে
     C) কুষাণ কালে
     D) গুপ্ত কালে

 নির্দেশিকা : প্রশ্ন নং 26 থেকে 28-এর জন্য
   নিচের ছবিতে আয়তক্ষেত্র দ্বারা পুরুষ, ত্রিভুজ দ্বারা শিক্ষিত, বৃত্ত দ্বারা শহুরে এবং বর্গক্ষেত্র দ্বারা সরকারি কর্মচারী      বোঝানো হয়েছে

 

 

26) নিচের কোন শ্রেণি  4- সংখ্যা দ্বারা চিহ্নিত হয় ?
      A) শিক্ষিত সরকারি কর্মচারী
      B) শহুরে শিক্ষিত পুরুষ
      C) শহুরে পুরুষ
      D) শহুরে শিক্ষিত পুরুষ সরকারি কর্মচারী


27) নিচের কোন সংখ্যাটি নির্দেশ করে শিক্ষিত মানুষ কিন্তু শহুরে নয়
     A)  9
     B)  5
     C)  4
     D) 11
 

28) নিচের কোন সংখ্যাটি শহুরে পুরুষ সরকারি কর্মচারীকে নিদের্শ করে
   A)  12
   B)  6
   C)  13
   D)  4
 

29) পঠনপাঠন প্রক্রিয়ার গতিশীলপন্থা বলতে আমরা  বুঝি
   A) শিক্ষাদান যেন পরিবর্তনের জন্য উন্মুক্ত থাকে l
   B) শিক্ষাদানকে ছাত্রের প্রয়োজনের সাথে প্রাসঙ্গিক করে তোলা হয় l
   C) শিক্ষাদানে শৈক্ষিক ক্রিয়াকলাপের দ্বারা শিক্ষার্থীদের অংশগ্রহণের ওপর গুরুত্ব আরোপ করা উচিত l
   D) শিক্ষাদানে  শিক্ষার্থীদের প্রতিক্রিয়া গ্রাহ্য করা উচিত l
 

30) ভূমিকম্প মাপার জন্মের নাম কী
  A) কোয়েক মিটার
  B) কোয়েক  গ্রাফ
  C) সিসমোগ্রাফ
  D) টাইপেনিক গ্রাফ
 

31) যে Protocol ব্যবহার করে distributed  collaborative এবং hyper মিডিয়া ডাটা কমিউনিকেশন করা হয় World  Wide  Web -এ তা হল
    A) FTP
    B) DNS
    C) HTTP
    D) রহগীন
 

32) শিক্ষার চূড়ান্ত ফলাফলের ক্রমকে বলা হয়
     A) সামেটিভ মূল্যায়ন
     B) ফরম্যাটিভ মূল্যায়ন
     C) নিরবচ্ছিন্ন মূল্যায়ন
     D) নরম্যাটিভ মূল্যায়ন
 

33) ইন্টারনেট পরিষেবা মোবাইলের একটি নোভ হতে অন্য নোভগুলিতে বেতার মাধ্যমে ব্যবহারের প্রযুক্তির নাম
    A) ব্লুটুথ
    B) জিগবি
    C) ব্রডব্যান্ড
    D) হটস্পট
 

34) একটি মিশ্রণে দুধ ও জলের অনুপাত ৩:৪ যদি ওই  মিশ্রণে আরও ৫ লিটার জল যোগ করা হয় তবে অনুপাত ৪:৫ হয় মিশ্রণে দুধের পরিমান
    A) 8 লিটার
    B) 9 লিটার
    C) 10 লিটার
    D) 11 লিটার
 

35) নিন্মলিখিতগুলির মধ্যে IP ঠিকানা কোনটি ?
    A) 800-315-600-3
    B) 202.50.20.148
    C) 202.50@20-148
    D) 202-50@20-148
 

36) দর্শনশাস্ত্রের কোন শাখা বাস্তববাদের প্রকৃতির বিষয় নিয়ে অনুসন্ধান করে   
   A) অন্টোলজি
   B) মেটাফিজিক্স
   C) অক্সিওলজি  
   D) এপিস্টেমলজি 


37) Standard error হলো একটি স্ট্যাটিসটিকাল পরিমাপ যা
      A) Sample mean-এর সন্নিকটে normal  distribution of scores l
      B) পপুলেশন গড় ও Sample গড়-এর মধ্যে পার্থক্যের পরিমান l
      C) Survey স্কেলের প্রতি প্রান্তে Clustering of scores l
      D) একটি sample যতদূর অবধি নির্ভুলভাবে stratified হয় l

38) সাসটেইনেবিলিটির প্রাথমিক লক্ষ্যগুলি হল
     i) দারিদ্র ও ক্ষুধা দূর  করা l
     ii) অধিকতর উন্নত শিক্ষা ব্যবসা এবং স্বাস্থ ব্যবসা বিশেষত জলের মান  ও উন্নত স্বাস্থকর ব্যবসা l
     iii) লিঙ্গ সমতা অর্জন করা l
     iv) সাস্টেইনেইবেল  অর্থনৈতিক অগ্রগতি হল কর্মে উন্নতি ও বলিষ্ঠ অর্থনীতি l
       নিচের সম্ভাবনা মধ্যে সঠিক হল
      A) (i),
(ii) ও (iii)
      B)
(i), (iii) (iv)
      C) (i)
ও (iii)
      D) (i), (ii), (iii)
, ও (iv)
 

39) তালিকা-'I' এবং তালিকা-'II'-এর সূত্র মিলিয়ে নিচে দেওয়া ক্রম থেকে সঠিক উত্তর বেছে নিতে হবে l
                    তালিকা- 'I'                 তালিকা-'II'   
               (নদীর বাঁধ প্রকল্প)                (স্থান)
       a) শিব সমুদ্র প্রকল্প               i) কৃষ্ণা নদী-অন্থপ্রদেশ
       b) হিরাকুদ প্রকল্প                 ii) বিয়াস নদী-হিমাচল প্রদেশ
       c)  মান্দি প্রকল্প                    iii) মহানাদি-ওড়িশা
       d) নাগার্জুন প্রকল্প                 iv) কাবেরী-কর্ণাটক

        সূত্র:   

              (a)     (b)      (c)       (d)
     A)      (i)  
    (ii)     (iii)      (iv)    
     B)    
(iv)     (iii)     (ii)       (i)
     C)
     (ii)      (iii)     (i)       (iv)
     D)
    (iv)      (ii)     (iii)       (i)

 

40) অপার্থিব স্মৃতি বা ভার্চুয়াল মেমোরির অর্থ
     A) একটি অত্যান্ত বিশাল প্রধান স্মৃতি l
     B) একটি অত্যান্ত বিশাল অপ্রধান স্মৃতি l
     C) একটি অত্যান্ত বিশাল প্রধান স্মৃতি ভ্রম l
     D) এক ধরণের স্মৃতি যা সুপার কম্পিউটারে ব্যাবহৃত হয় l 

41) জলজ উদ্ভিদ এবং প্রাণীর  বিলুপ্তির কারণ  কী ?
     A) নাইট্রোজেনের মাত্রার হ্রাস
     B) ক্লোরিনের  মাত্রার হ্রাস
     C) অক্সিজেনের মাত্রার হ্রাস
     D) ওজোনের মাত্রার হ্রাস
 

42) নিন্মলিখিতগুলির মধ্যে কনটি শিক্ষাদানের কার্যকারিতা মূল্যায়নের জন্য সবচেয়ে উপযুক্ত মানদণ্ড ?
     A) শিক্ষার পরিণতি
     B) পাঠক্রমের পরিসমাপ্তি
     C) পঠনপাতজনের সামগ্রীর পরিধি/ব্যাপ্তি
     D) শিক্ষাদানে সহায়িকার ব্যবহার  

43) পাদটীকা বা ফুটনোটে ব্যবহার হওয়া কোন সংক্ষেপনারটির অর্থ 'একই স্থানে' ?
    A) এট.অল.
    B) লক. সিট.
    C) ইবিড
    D) অপ. সিট
 

44) শব্দ এই মাত্রার অধিক হলে তাকে শব্দদূষণ বলা হয়-
     A) 80-100 ডেসিবেল
     B) 50-60 ডেসিবেল
     C) 70-75 ডেসিবেল
     D) 40-65 ডেসিবেল
 

45) গবেষণা পদ্ধতি বলতে আমরা বুঝি
     A) তথ্য সংগ্রহ ও বিশ্লেষণের পদ্ধতি
     B) গবেষণাপত্র বা গবেষণা প্রতিবেদন লেখার নিয়মাবলী
     C) গবেষণা এবং বিশ্লেষণের নির্দিষ্ট পদ্ধতি
     D) তথ্য সংগ্রহ, বিশ্লেষণ এবং ব্যাখ্যার তাত্বিক দৃষ্টান্ত
 

46) পেডাগোজি বলতে আমরা বুঝি
   A) শিক্ষাদানের পদ্ধতি
   B) শিক্ষাদানের  জন্য জরুরি দক্ষতা
   C) শিক্ষাদানের তত্ত্ব ও  চর্চা
   D) শ্রেনিকক্ষের কার্যকর অনুশীলন

নির্দেশিদা : প্রশ্ন নং 47 থেকে  50 এর জন্য নিন্মের টেবিলে ব্যবহার করুন
 47) একটি কোম্পানির বাৎসরিক খরচের হিসাব (লক্ষ টাকায়) নিচের ছবিগুলিতে দেওয়া হল
      A)     4  : 7
      B)   10  : 13
      C)    15 : 18
      D)     5  :  8

48) 2014 সালে কোম্পানির মোট খরচ 2018 সালে মোট খরচের আসন্ন শতকরা পরিমান হল
      A)  62%
      B)  66%
      C)  69%
      D)  71%

49) উক্ত বছরগুলিতের কোম্পানির প্রদত্ত মোট বোনাস মোট মাহিনের আসন্ন শতকরা পরিমান হল
     A)  0.1%
     B)  0.5%
     C)  1.0%
     D)  1.25%

50) কোম্পানি প্রদত্ত বাৎসরিক গড় সুদের পরিমান হল
     A)   32.43%
     B)   33.72%
     C)   34.18%
     D)   36.66%

 
       
       
              
        


 

 

 

২০২২ সালের সেট পরীক্ষার প্রশ্নোত্তর ২০২২ সালের সেট পরীক্ষার প্রশ্নোত্তর Reviewed by Lucky on January 15, 2022 Rating: 5

ঐতিহাসিক কবিতা PDF Download_ সুকান্ত ভট্টাচার্যের ঐতিহাসিক কবিতা_ সুকান্ত ভট্টাচার্যের ঐতিহাসিক কবিতা সমালোচনা_ Sukana Bhattacharya Oitihasik Kabita PDF Download

September 14, 2021

 

কবিতা            : ঐতিহাসিক

কবি               : সুকান্ত  ভট্টাচার্য

কাব্যগ্রন্থ       :ছাড়পত্র

 

 আজ এসেছি তোমাদের ঘরে ঘরে—
পৃথিবীর আদালতের পরোয়ানা নিয়ে
তোমরা কি দেবে আমার প্রশ্নের কৈফিয়ৎ:
কেন মৃত্যুকীর্ণ শবে ভরলো পঞ্চাশ সাল?
আজ বাহান্ন সালের সূচনায় কি তার উত্তর দেবে?
জানি! স্তব্ধ হয়ে গেছে তোমাদের অগ্রগতির স্রোত,
তাই দীর্ঘশ্বাসের ধোঁয়ায় কালো করছ ভবিষ্যৎ
আর অনুশোচনার আগুনে ছাই হচ্ছে উৎসাহের কয়লা।
কিন্তু ভেবে দেখেছ কি?
দেরি হয়ে গেছে অনেক, অনেক দেরি!
লাইনে দাঁড়ান অভ্যেস কর নি কোনোদিন,
একটি মাত্র লক্ষ্যের মুখোমুখি দাঁড়িয়ে
মারামারি করেছ পরস্পর,
তোমাদের ঐক্যহীন বিশৃঙ্খলা দেখে
বন্ধ হয়ে গেছে মুক্তির দোকানের ঝাঁপ।
কেবল বঞ্চিত বিহ্বল বিমূঢ় জিজ্ঞাসাভরা চোখে
প্রত্যেকে চেয়েছ প্রত্যেকের দিকে;
—কেন এমন হল?

একদা দুর্ভিক্ষ এল
ক্ষুধার ক্ষমাহীন তাড়নায়
পাশাপাশি ঘেঁষাঘেঁষি সবাই দাঁড়ালে একই লাইনে
ইতর-ভদ্র, হিন্দু আর মুসলমান
একই বাতাসে নিলে নিঃশ্বাস।

চাল, চিনি, কয়লা, কেরোসিন?
এ সব দুষ্প্রাপ্য জিনিসের জন্য চাই লাইন।
কিন্তু বুঝলে না মুক্তিও দুর্লভ আর দুর্মূল্য,
তারো জন্যে চাই চল্লিশ কোটির দীর্ঘ, অবিচ্ছিন্ন এক লাইন।
মূর্খ তোমরা
লাইন দিলে: কিন্তু মুক্তির বদলে কিনলে মৃত্যু,
রক্তয়ের বদলে পেলে প্রবঞ্চনা।
ইতিমধ্যে তোমাদের বিবদমান বিশৃঙ্খল ভিড়ে
মুক্তি উঁকি দিয়ে গেছে বহুবার।


লাইনে দাঁড়ান আয়ত্ত করেছে যারা,
সোভিয়েট, পোল্যাণ্ড, ফ্রান্স
রক্তমূল্যে তারা কিনে নিয়ে গেল তাদের মুক্তি
সর্ব প্রথম এই পৃথিবীর দোকান থেকে।
এখনো এই লাইনে অনেকে প্রতীক্ষমান,
প্রার্থী অনেক; কিন্তু পরিমিত মুক্তি।
হয়তো এই বিশ্বব্যাপী লাইনের শেষে
এখনো তোমাদের স্থান হতে পারে—
এ কথা ঘোষণা ক’রে দাও তোমাদের দেশময়
 প্রতিবেশীর কাছে।
তারপর নিঃশব্দে দাঁড়াও এ লাইনে প্রতিজ্ঞা
 আর প্রতীক্ষা নিয়ে
হাতের মুঠোয় তৈরী রেখে প্রত্যেকের প্রাণ।
আমি ইতিহাস, আমার কথাটা একবার ভেবে দেখো,
মনে রেখো, দেরি হয়ে গেছে, অনেক অনেক দেরি।

আর মনে ক’রো আকাশে আছে এক ধ্রুব নক্ষত্র,
নদীর ধারায় আছে গতির নির্দেশ,
অরণ্যের মর্মরধ্বনিতে আছে আন্দোলনের ভাষা,
আর আছে পৃথিবীর চিরকালের আবর্তন॥

 

এই কবিতাটি ছবির আকারে ডাউনলোড করুন 

Oitihasik Kabita_Sukanta Bhattacharya


 

ঐতিহাসিক কবিতা PDF Download_ সুকান্ত ভট্টাচার্যের ঐতিহাসিক কবিতা_ সুকান্ত ভট্টাচার্যের ঐতিহাসিক কবিতা সমালোচনা_ Sukana Bhattacharya Oitihasik Kabita PDF Download ঐতিহাসিক  কবিতা PDF Download_ সুকান্ত ভট্টাচার্যের  ঐতিহাসিক  কবিতা_ সুকান্ত ভট্টাচার্যের  ঐতিহাসিক  কবিতা সমালোচনা_ Sukana Bhattacharya Oitihasik Kabita PDF Download Reviewed by Lucky on September 14, 2021 Rating: 5

সেপ্টেম্বর কবিতা (September kabita)_সেপ্টেম্বর কবিতা সুকান্ত ভট্টাচার্য_সুকান্ত ভট্টাচার্যের সেপ্টেম্বর কবিতা PDF Download_Sukanta Bhattacharya's September Kabita_September kabita PDF Download.

September 01, 2021

 

কবিতা : সেপ্টেম্বর 

কবি   : সুকান্ত  ভট্টাচার্য

কাব্যগ্রন্থ :ছাড়পত্র

 

কলকাতায় শান্তি নেই।
রক্তের কলঙ্ক ডাকে মধ্যরাত্রে
প্রতিটি সন্ধ্যায়।
হৃৎস্পন্দনধ্বনি দ্রুত হয়:
মূর্ছিত শহর।
এখন গ্রামের মতো
সন্ধ্যা হলে জনহীন নগরের পথ;
স্তম্ভিত আলোকস্তম্ভ
আলো দেয় নিতান্ত সভয়ে।
কোথায় দোকানপাট?
কই সেই জনতার স্রোত?
সন্ধ্যার আলোর বন্যা
আজ আর তোলে নাকো
জনতরণীর পাল
শহরের পথে।

ট্রাম নেই, বাস নেই—
সাহসী পথিকহীন
এ শহর আতঙ্ক ছড়ায়।
সারি সারি বাড়ি সব
মনে হয় কবরের মতো,
মৃত মানুষের স্তূপ বুকে নিয়ে পড়ে আছে
চুপ ক’রে সভয়ে নির্জনে।
মাঝে মাঝে শব্দ হয়!
মিলিটারী লরীর গর্জন
পথ বেয়ে ছুটে যায় বিদ্যুতের মতো
সদম্ভ আক্রোশে।
কলঙ্কিত কালো কালো রক্তের মতন
অন্ধকার হানা দেয় অতন্দ্র শহরে;
হয়তো অনেক রাত্রে
পথচারী কুকুরের দল
মানুষের দেখাদেখি
স্বজাতিকে দেখে
আস্ফালন, আক্রমণ করে।
রুদ্ধশ্বাস এ শহর
ছট্ফট করে সারা রাত—
কখন সকাল হবে?
জীয়নকাঠির স্পর্শ
পাওয়া যাবে উজ্জ্বল রোদ্দুরে?
সন্ধ্যা থেকে প্রত্যুষের দীর্ঘকাল
প্রহরে প্রহরে
সশব্দে জিজ্ঞাসা করে ঘড়ির ঘণ্টায়

ধৈর্যহীন শহরের প্রাণ:
এর চেয়ে ছুরি কি নিষ্ঠুর?
বাদুড়ের মতো কালো অন্ধকার
ভর ক’রে গুজবের ডানা
উৎকর্ণ কানের কাছে
সারারাত ঘুরপাক খায়।
স্তব্ধতা কাঁপিয়ে দিয়ে
কখনো বা গৃহস্থের দ্বারে
উদ্ধত, অটল আর সুগম্ভীর
শব্দ ওঠে কঠিন বুটের।

শহর মূর্ছিত হয়ে পড়ে।

জুলাই! জুলাই! আবার আসুক ফিরে
আজকের কলকাতার এ প্রার্থনা;
দিকে দিকে শুধু মিছিলের কোলাহল—
এখনো পায়ের শব্দ যাচ্ছে শোনা।

অক্টোবরকে জুলাই হতেই হবে
আবার সবাই দাঁড়াব সবার পাশে,
আগস্ট এবং সেপ্টেম্বর মাস
এবারের মতো মুছে যাক ইতিহাস॥ 

 

 এই কবিতাটি ছবির আকারে ডাউনলোড করুন 


 

সেপ্টেম্বর কবিতা (September kabita)_সেপ্টেম্বর কবিতা সুকান্ত ভট্টাচার্য_সুকান্ত ভট্টাচার্যের সেপ্টেম্বর কবিতা PDF Download_Sukanta Bhattacharya's September Kabita_September kabita PDF Download. সেপ্টেম্বর কবিতা  (September kabita)_সেপ্টেম্বর কবিতা  সুকান্ত  ভট্টাচার্য_সুকান্ত  ভট্টাচার্যের সেপ্টেম্বর কবিতা PDF Download_Sukanta Bhattacharya's September Kabita_September kabita PDF Download. Reviewed by Lucky on September 01, 2021 Rating: 5

মধ্যবিত্ত কবিতা (Madhyabitto Kabita)_মধ্যবিত্ত কবিতা সুকান্ত ভট্টাচার্য_সুকান্ত ভট্টাচার্যের মধ্যবিত্ত কবিতা PDF Download_Madhyabitto kabita Sukanta bhattacharya PDF Download

September 01, 2021

কবিতা : মধ্যবিত্ত 

কবি   : সুকান্ত  ভট্টাচার্য

কাব্যগ্রন্থ :ছাড়পত্র

 পৃথিবীময় যে সংক্রামক রোগে,
আজকে সকলে ভুগছে একযোগে,
এখানে খানিক তারই পূর্বাভাস
পাচ্ছি, এখন বইছে পুব-বাতাস।
উপায় নেই যে সামলে ধরব হাল,
হিংস্র বাতাসে ছিঁড়ল আজকে পাল,
গোপনে আগুন বাড়ছে ধানক্ষেতে,
বিদেশী খবরে রেখেছি কান পেতে।
সভয়ে এদেশে কাটছে রাত্রিদিন,
লুব্ধ বাজারে রুগ্ন স্বপ্নহীন।
সহসা নেতারা রুদ্ধ—দেশ জুড়ে
‘দেশপ্রেমিক’ উদিত ভুঁই ফুঁড়ে।
প্রথমে তাদের অন্ধ বীর মদে
মেতেছি এবং ঠকেছি প্রতিপদে;
দেখেছি সুবিধা নেই এ কাজ করায়
একক চেষ্টা কেবলই ভুল ধরায়।

 

এই কবিতাটি ছবির আকারে ডাউনলোড করুন 

 



মধ্যবিত্ত কবিতা (Madhyabitto Kabita)_মধ্যবিত্ত কবিতা সুকান্ত ভট্টাচার্য_সুকান্ত ভট্টাচার্যের মধ্যবিত্ত কবিতা PDF Download_Madhyabitto kabita Sukanta bhattacharya PDF Download মধ্যবিত্ত  কবিতা  (Madhyabitto Kabita)_মধ্যবিত্ত  কবিতা  সুকান্ত  ভট্টাচার্য_সুকান্ত  ভট্টাচার্যের মধ্যবিত্ত  কবিতা PDF Download_Madhyabitto kabita Sukanta bhattacharya PDF Download Reviewed by Lucky on September 01, 2021 Rating: 5
Powered by Blogger.